ATK Mohun Bagan: মনবীর-প্রীতমদের এএফসির প্রস্তুতি শুরু করালেন হাবাস

সবুজ-মেরুন শিবিরের এএফসির (AFC) প্রস্তুতি শুরু হয়ে গেল। আজ, মঙ্গলবার যুবভারতীয় সংলগ্ন মাঠে সন্ধ্যায় ক্লোজ ডোর অনুশীলন করালেন এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) কোচ আন্তেনিও লোপেজ হাবাস (Habas)। অমরিন্দর সিং, অরিন্দম ভট্টাচার্য, লিস্টন কোলাসো, প্রীতম কোটালসহ প্রায় সব ভারতীয় ফুটবলাররা যোগ দিয়েছিলেন এদিনের অনুশীলনে। শারীরিকভাবে কোন ফুটবলার কতটা সক্ষম সেদিকে বিশেষ নজর ছিল স্প্যানিশ কোচের।

| Edited By: | Updated on: Jul 27, 2021 | 8:00 PM
ফুটবলারদের আজ তিনভাগে ভাগ করে, প্রায় দেড় ঘণ্টা অনুশীলন করিয়েছেন হাবাস।

ফুটবলারদের আজ তিনভাগে ভাগ করে, প্রায় দেড় ঘণ্টা অনুশীলন করিয়েছেন হাবাস।

1 / 4
 গোলকিপারদের আলাদা অনুশীলন করান সবুজ-মেরুন কোচ। পাশাপাশি একদল ফুটবলারদের বল নিয়ে ছোট গোল পোস্টে লক্ষ্যভেদের অনুশীলনও করান স্প্যানিশ কোচ।

গোলকিপারদের আলাদা অনুশীলন করান সবুজ-মেরুন কোচ। পাশাপাশি একদল ফুটবলারদের বল নিয়ে ছোট গোল পোস্টে লক্ষ্যভেদের অনুশীলনও করান স্প্যানিশ কোচ।

2 / 4
মনবীর সিংকে দেখা যায় ওয়েট ট্রেনিং করতে। লিস্টন কোলাসোসহ বেশ কয়েকজন ফুটবলারও তাতে অংশ নেন।

মনবীর সিংকে দেখা যায় ওয়েট ট্রেনিং করতে। লিস্টন কোলাসোসহ বেশ কয়েকজন ফুটবলারও তাতে অংশ নেন।

3 / 4
বিদেশি ফুটবলারদের মধ্যে প্রীতমদের সঙ্গে সদ্য ইউরো খেলে আসা জনি কাউকো একমাত্র আজ অনুশীলনে নেমেছিলেন। হুগো বৌমাস শহরে এসে পৌঁছলেও তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে।

বিদেশি ফুটবলারদের মধ্যে প্রীতমদের সঙ্গে সদ্য ইউরো খেলে আসা জনি কাউকো একমাত্র আজ অনুশীলনে নেমেছিলেন। হুগো বৌমাস শহরে এসে পৌঁছলেও তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে।

4 / 4
Follow Us: