Bengal Football: প্রস্তুতি ম্যাচে মোহনবাগানকে হারিয়ে চমকে দিল বাংলা
বাংলার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ১-০ গোলে হার এটিকে মোহনবাগানের। দ্বিতীয়ার্ধে বাংলার হয়ে জয়সূচক গোল তুহিন দাসের। সন্তোষ ট্রফির রানার্স আপরা চমকে দেন হুগো বোমাস, তিরিদের। প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছিলেন সন্দেশ ঝিঙ্গান। বৃহস্পতিবার শহরে এলেও ম্যাচে খেলেননি রয় কৃষ্ণা।