ATK Mohun Bagan: নিজেদের মাঠে সবুজ-মেরুনের অনুশীলনের ঝলক, দেখুন ছবিতে
ঘরের মাঠে মরসুমের শুরু থেকেই জোরকদমে অনুশীলনে নেমে পড়েছেন প্রীতম কোটাল, শুভাশিস বসুরা। তিন বিদেশিসহ ২২ জন ফুটবলার হাজির ছিলেন অনুশীলনে। জনি কাউকো, কার্ল ম্যাকহিউ, হুগো বোমাসরা ছিলেন অনুশীলনে। পাশাপাশি এ বারের নতুন মুখ বিশাল কাইথ, আশিস রাই, আশিক কুরুনিয়ান, হামতেও অনুশীলনে ছিলেন। মরসুমের শুরু থেকেই কোচ হুয়ান ফেরান্দো প্লেয়ারদের নিয়ে কৌশল গড়ে নিচ্ছেন।