FIFA World Cup 2022: গোলের পর বিশেষ সেলিব্রেশন কার জন্য করলেন ডিউক?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 27, 2022 | 6:15 AM

Mitchell Duke: চলতি কাতার বিশ্বকাপে তিউনিশিয়ার বিরুদ্ধে গ্রুপ-ডি এর ম্যাচে আল জানুব স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া। সেই ম্যাচে অজিদের হয়ে এক মাত্র গোল করেছেন মিচেল ডিউক। আর গোলের পর তাঁর বিশেষ সেলিব্রেশন নজর কেড়েছে সকলেরই। সেই সেলিব্রেশন কার জন্য করেছিলেন ডিউক জানেন?

1 / 5
চলতি কাতার বিশ্বকাপে তিউনিশিয়ার বিরুদ্ধে গ্রুপ-ডি এর ম্যাচে আল জানুব স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া। সেই ম্যাচে অজিদের হয়ে এক মাত্র গোল করেছেন মিচেল ডিউক (Mitchell Duke)। আর গোলের পর তাঁর বিশেষ সেলিব্রেশন নজর কেড়েছে সকলেরই। সেই সেলিব্রেশন কার জন্য করেছিলেন ডিউক জানেন? (ছবি-টুইটার)

চলতি কাতার বিশ্বকাপে তিউনিশিয়ার বিরুদ্ধে গ্রুপ-ডি এর ম্যাচে আল জানুব স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া। সেই ম্যাচে অজিদের হয়ে এক মাত্র গোল করেছেন মিচেল ডিউক (Mitchell Duke)। আর গোলের পর তাঁর বিশেষ সেলিব্রেশন নজর কেড়েছে সকলেরই। সেই সেলিব্রেশন কার জন্য করেছিলেন ডিউক জানেন? (ছবি-টুইটার)

2 / 5
তিউনিশিয়ার বিরুদ্ধে ম্যাচের ২৩ মিনিটের মাথায় অস্ট্রেলিয়ার হয়ে এক মাত্র গোলটি করেন অজি তারকা স্টাইকার মিচেল ডিউক। (ছবি-টুইটার)

তিউনিশিয়ার বিরুদ্ধে ম্যাচের ২৩ মিনিটের মাথায় অস্ট্রেলিয়ার হয়ে এক মাত্র গোলটি করেন অজি তারকা স্টাইকার মিচেল ডিউক। (ছবি-টুইটার)

3 / 5
অজি তারকা মিচেল তাঁর ছেলেকে কথা দিয়েছিলেন বিশ্বকাপে গোল করলে, তিনি সেই গোল উৎসর্গ করবেন তাঁর ছেলেকে। সেই কথা রাখলেন ডিউক। (ছবি-টুইটার)

অজি তারকা মিচেল তাঁর ছেলেকে কথা দিয়েছিলেন বিশ্বকাপে গোল করলে, তিনি সেই গোল উৎসর্গ করবেন তাঁর ছেলেকে। সেই কথা রাখলেন ডিউক। (ছবি-টুইটার)

4 / 5
আল জানুব স্টেডিয়ামে তিউনিশিয়ার বিরুদ্ধে গোল করার পরই এক বিশেষ সেলিব্রেশন করতে দেখা যায় মিচেল ডিউককে। ৩১ বছর বয়সী মিচেল ছুট্টে এসে ইংরেজি 'J' অক্ষরের মতো ইঙ্গিত করেন। কারণ, তাঁর ছেলের নাম জ্যাক্সসন। (ছবি-টুইটার)

আল জানুব স্টেডিয়ামে তিউনিশিয়ার বিরুদ্ধে গোল করার পরই এক বিশেষ সেলিব্রেশন করতে দেখা যায় মিচেল ডিউককে। ৩১ বছর বয়সী মিচেল ছুট্টে এসে ইংরেজি 'J' অক্ষরের মতো ইঙ্গিত করেন। কারণ, তাঁর ছেলের নাম জ্যাক্সসন। (ছবি-টুইটার)

5 / 5
বিশ্বকাপের জন্য অজি স্কোয়াডে জায়গা পাওয়ার পর মিচেল ডিউক ছেলেকে বলেছিলেন, তিনি বিশ্বকাপে গোল করলে সেলিব্রেশনটা বিশেষ করে করবেন তাঁর ছেলের জন্য। ফলে আল জানুব স্টেডিয়ামে দেশের জার্সিতে গোল করার পরই অজি তারকার মনে পড়ে যায় ছেলেকে দেওয়া কথা। (ছবি-টুইটার)

বিশ্বকাপের জন্য অজি স্কোয়াডে জায়গা পাওয়ার পর মিচেল ডিউক ছেলেকে বলেছিলেন, তিনি বিশ্বকাপে গোল করলে সেলিব্রেশনটা বিশেষ করে করবেন তাঁর ছেলের জন্য। ফলে আল জানুব স্টেডিয়ামে দেশের জার্সিতে গোল করার পরই অজি তারকার মনে পড়ে যায় ছেলেকে দেওয়া কথা। (ছবি-টুইটার)

Next Photo Gallery