Katrina Kaif: সাবানের বিজ্ঞাপনে ক্যাটরিনার ‘ডামি’ হয়েছিলেন! সেই অভিনেত্রীই পা রাখছেন বলিউডে

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Nov 26, 2022 | 9:37 PM

'স্টুডেন্ট অব দ্য ইয়ার' ছবিতে আলিয়া ভাটের পিছনে দেখা গিয়েছিল তাঁকে। তিনি যে ছবিতে রয়েছেন তাও টের পায়নি অনেকে। আবার ক্যাটরিনার হাই বাজেট সাবানের বিজ্ঞাপনে তাঁকে দেখা গিয়েছে ডামি হিসেবে। কার কথা বলা হচ্ছে জানেন? তিনি দিব্যা আগরওয়াল। সেই দিব্যাই এবার বড় ব্রেক পাচ্ছেন বলিউডে, খবর তেমনটাই।

1 / 5
'স্টুডেন্ট অব দ্য ইয়ার' ছবিতে আলিয়া ভাটের পিছনে দেখা গিয়েছিল তাঁকে। তিনি যে ছবিতে রয়েছেন তাও টের পায়নি অনেকে। আবার ক্যাটরিনার হাই বাজেট সাবানের বিজ্ঞাপনে তাঁকে দেখা গিয়েছে ডামি হিসেবে। কার কথা বলা হচ্ছে জানেন? তিনি দিব্যা আগরওয়াল। সেই দিব্যাই এবার বড় ব্রেক পাচ্ছেন বলিউডে, খবর তেমনটাই।

'স্টুডেন্ট অব দ্য ইয়ার' ছবিতে আলিয়া ভাটের পিছনে দেখা গিয়েছিল তাঁকে। তিনি যে ছবিতে রয়েছেন তাও টের পায়নি অনেকে। আবার ক্যাটরিনার হাই বাজেট সাবানের বিজ্ঞাপনে তাঁকে দেখা গিয়েছে ডামি হিসেবে। কার কথা বলা হচ্ছে জানেন? তিনি দিব্যা আগরওয়াল। সেই দিব্যাই এবার বড় ব্রেক পাচ্ছেন বলিউডে, খবর তেমনটাই।

2 / 5
শোনা যাচ্ছে বড় প্রযোজনা সংস্থা থেকে নাকি ডেবিউ হতে চলেছে তাঁর। কথা বার্তা এগিয়েছে। এমনকি শুটিংও শুরু হয়ে গিয়েছে দিব্যার।

শোনা যাচ্ছে বড় প্রযোজনা সংস্থা থেকে নাকি ডেবিউ হতে চলেছে তাঁর। কথা বার্তা এগিয়েছে। এমনকি শুটিংও শুরু হয়ে গিয়েছে দিব্যার।

3 / 5
তবে এখনও পর্যন্ত এ নিয়ে মুখ খুলতে তাঁর একেবারেই মানা। শেহনাজ গিলের মতোই বড় তারকার সঙ্গেই লঞ্চ হতে চলেছেন তিনি। শোনা যাচ্ছে এমনটাই।

তবে এখনও পর্যন্ত এ নিয়ে মুখ খুলতে তাঁর একেবারেই মানা। শেহনাজ গিলের মতোই বড় তারকার সঙ্গেই লঞ্চ হতে চলেছেন তিনি। শোনা যাচ্ছে এমনটাই।

4 / 5
ওটিটি বিগবসে বিজয়ী হয়েছিলেন দিব্যা। যদিও টিভির বিগবসে তিনি আমন্ত্রণ পাননি। তবে এর পর থেকেই তাঁর জনপ্রিয়তা তুঙ্গে। একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন ক্যাটরিনার বডি ডাবল হয়ে কাজ করলেও ক্যাটের সঙ্গে তাঁর কোনওদিন কথা হয়নি। ক্যাট তাঁকে হয়তো চেনেনও না।

ওটিটি বিগবসে বিজয়ী হয়েছিলেন দিব্যা। যদিও টিভির বিগবসে তিনি আমন্ত্রণ পাননি। তবে এর পর থেকেই তাঁর জনপ্রিয়তা তুঙ্গে। একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন ক্যাটরিনার বডি ডাবল হয়ে কাজ করলেও ক্যাটের সঙ্গে তাঁর কোনওদিন কথা হয়নি। ক্যাট তাঁকে হয়তো চেনেনও না।

5 / 5
কিন্তু দিব্যা নিজের স্বতন্ত্র পরিচিতি বানাতেই বলিউডে পা রেখেছেন। সেখান থেকে এক ইঞ্চিও সরে দাঁড়াতে রাজি নন তিনি।

কিন্তু দিব্যা নিজের স্বতন্ত্র পরিচিতি বানাতেই বলিউডে পা রেখেছেন। সেখান থেকে এক ইঞ্চিও সরে দাঁড়াতে রাজি নন তিনি।

Next Photo Gallery