Mohun Bagan vs East Bengal: বিশ্বকাপের মাঝে ইস্টবেঙ্গলকে হারাল সবুজ-মেরুন

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 26, 2022 | 7:24 PM

সিডনিতে এক টুকরো ময়দান! অস্ট্রেলিয়ার মাটিতে আজ হল আইএফএ শিল্ডে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের লড়াই। গ্র্যানভিলিতে দুই ক্লাবের সমর্থকরা মুখোমুখি হয়েছিল জমজমাট লড়াইয়ে। ইস্ট-মোহনের ফাইনাল ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখান থেকে শেষ অবধি জেতে মোহনবাগান।

1 / 5
সিডনিতে এক টুকরো ময়দান! অস্ট্রেলিয়ার মাটিতে আজ হল আইএফএ শিল্ডে মোহনবাগান (Mohun Bagan) ও ইস্টবেঙ্গলের (East Bengal) লড়াই। গ্র্যানভিলিতে দুই ক্লাবের সমর্থকরা মুখোমুখি হয়েছিল জমজমাট লড়াইয়ে। ইস্ট-মোহনের ফাইনাল ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখান থেকে শেষ অবধি জেতে মোহনবাগান।

সিডনিতে এক টুকরো ময়দান! অস্ট্রেলিয়ার মাটিতে আজ হল আইএফএ শিল্ডে মোহনবাগান (Mohun Bagan) ও ইস্টবেঙ্গলের (East Bengal) লড়াই। গ্র্যানভিলিতে দুই ক্লাবের সমর্থকরা মুখোমুখি হয়েছিল জমজমাট লড়াইয়ে। ইস্ট-মোহনের ফাইনাল ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখান থেকে শেষ অবধি জেতে মোহনবাগান।

2 / 5
অজিভূমে এই ধরণের প্রতিযোগিতা আয়োজন করার দায়িত্বে থাকা রোহন চৌধুরি বলেন, "আইএফএ অস্ট্রেলিয়া আমাদের সকলের কাছেই স্বপ্নের প্রজেক্ট। ভারতের বাইরেও লক্ষ লক্ষ ইস্টবেঙ্গল ও মোহনবাগানের সমর্থক রয়েছে। এই প্রতিযোগিতার মাধ্যমে তাদের উজ্জীবিত করাটাও একটা চ্যালেঞ্জ। আমাদের শৈশবের দিনগুলো ফিরিয়ে দেয় এই ধরণের প্রতিযোগিতা।"

অজিভূমে এই ধরণের প্রতিযোগিতা আয়োজন করার দায়িত্বে থাকা রোহন চৌধুরি বলেন, "আইএফএ অস্ট্রেলিয়া আমাদের সকলের কাছেই স্বপ্নের প্রজেক্ট। ভারতের বাইরেও লক্ষ লক্ষ ইস্টবেঙ্গল ও মোহনবাগানের সমর্থক রয়েছে। এই প্রতিযোগিতার মাধ্যমে তাদের উজ্জীবিত করাটাও একটা চ্যালেঞ্জ। আমাদের শৈশবের দিনগুলো ফিরিয়ে দেয় এই ধরণের প্রতিযোগিতা।"

3 / 5
নিউ সাউথ ওয়েলসের ক্রীড়ামন্ত্রী জুলিয়া ফিন জানান, এই ধরণের ইভেন্টগুলি আরও হওয়া উচিত। যেখানে সমস্ত বয়স্ক মানুষও জড়িত থাকে এবং ভারতীয় ফুটবল সংস্কৃতিরও প্রচার করে। এই ইভেন্টটির জন্য ৪-৫ মাস ধরে পরিকল্পনা করা হয়েছিল। এবং এটি বাস্তবায়িত করতে প্রচুর পরিশ্রম করতে হয়েছিল।

নিউ সাউথ ওয়েলসের ক্রীড়ামন্ত্রী জুলিয়া ফিন জানান, এই ধরণের ইভেন্টগুলি আরও হওয়া উচিত। যেখানে সমস্ত বয়স্ক মানুষও জড়িত থাকে এবং ভারতীয় ফুটবল সংস্কৃতিরও প্রচার করে। এই ইভেন্টটির জন্য ৪-৫ মাস ধরে পরিকল্পনা করা হয়েছিল। এবং এটি বাস্তবায়িত করতে প্রচুর পরিশ্রম করতে হয়েছিল।

4 / 5
এই প্রতিযোগিতার অপর একজন আয়োজক অরুণাভ পাল বলেন, "এই অনুষ্ঠানটিকে সফল করতে সমর্থক, বাঙালি প্রবাসী ফুটবলার এবং তাদের পরিবার ও স্থানীয় ব্যবসায়ীরা এগিয়ে এসেছিল।"

এই প্রতিযোগিতার অপর একজন আয়োজক অরুণাভ পাল বলেন, "এই অনুষ্ঠানটিকে সফল করতে সমর্থক, বাঙালি প্রবাসী ফুটবলার এবং তাদের পরিবার ও স্থানীয় ব্যবসায়ীরা এগিয়ে এসেছিল।"

5 / 5
ইস্টবেঙ্গলের এক সমর্থক বলেন, “বাঙালি হওয়া মানে ঠিক এটাই। ফুটবল, বন্ধু এবং খাবার! আমরা এমন একদল পুরুষ, যারা আমাদের শৈশবকে নতুন করে বাঁচানোর চেষ্টা করছি এবং জয়ের জন্য ইস্টবেঙ্গলকে সমর্থন করছি।” অপর এক মোহনবাগান সমর্থক দেবদীপ পানিগ্রাহী বলেন, "একজন ঘটি বাঙালি হওয়ায়, আমার বেড়ে ওঠার সঙ্গে জড়িয়ে ছিল ফুটবল এবং চিংড়ির মালাইকারি। এই টুর্নামেন্টের জন্য ধন্যবাদ। আমি এখন স্কুলের পর প্রতিদিন আমার বন্ধুদের সঙ্গে "পাড়ার" ফুটবল খেলার সেই স্মৃতিগুলিকে নতুন করে উপভোগ করতে পারি।"

ইস্টবেঙ্গলের এক সমর্থক বলেন, “বাঙালি হওয়া মানে ঠিক এটাই। ফুটবল, বন্ধু এবং খাবার! আমরা এমন একদল পুরুষ, যারা আমাদের শৈশবকে নতুন করে বাঁচানোর চেষ্টা করছি এবং জয়ের জন্য ইস্টবেঙ্গলকে সমর্থন করছি।” অপর এক মোহনবাগান সমর্থক দেবদীপ পানিগ্রাহী বলেন, "একজন ঘটি বাঙালি হওয়ায়, আমার বেড়ে ওঠার সঙ্গে জড়িয়ে ছিল ফুটবল এবং চিংড়ির মালাইকারি। এই টুর্নামেন্টের জন্য ধন্যবাদ। আমি এখন স্কুলের পর প্রতিদিন আমার বন্ধুদের সঙ্গে "পাড়ার" ফুটবল খেলার সেই স্মৃতিগুলিকে নতুন করে উপভোগ করতে পারি।"

Next Photo Gallery