Shakib Al Hasan: ফুলছাপ জামা, গলায় চেন; বাংলাদেশের ট্রাক ড্রাইভারের বেশে সাকিব!

ক্রিকেট ছেড়েছুড়ে কি অভিনয়ে মন দিলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান? সাকিবের সাম্প্রতিক বেশ কয়েকটি ফেসবুক পোস্ট দেখলে এমনটা মনে হতেই পারে। রাজা, বাদশা, নবাবের সাজে ধরা দিচ্ছেন। তবে রবিবার একেবারে ভিন্ন লুকে অনুরাগীদের চমকে দিলেন সাকিব।

| Edited By: | Updated on: Jul 25, 2022 | 8:45 AM
ক্রিকেট ছেড়েছুড়ে কি অভিনয়ে মন দিলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান? সাকিবের সাম্প্রতিক বেশ কয়েকটি ফেসবুক পোস্ট দেখলে এমনটা মনে হতেই পারে। রাজা, বাদশা, নবাবের সাজে ধরা দিচ্ছেন। তবে রবিবার একেবারে ভিন্ন লুকে অনুরাগীদের চমকে দিলেন সাকিব। (ছবি:ফেসবুক)

ক্রিকেট ছেড়েছুড়ে কি অভিনয়ে মন দিলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান? সাকিবের সাম্প্রতিক বেশ কয়েকটি ফেসবুক পোস্ট দেখলে এমনটা মনে হতেই পারে। রাজা, বাদশা, নবাবের সাজে ধরা দিচ্ছেন। তবে রবিবার একেবারে ভিন্ন লুকে অনুরাগীদের চমকে দিলেন সাকিব। (ছবি:ফেসবুক)

1 / 5
মাথায় কালো কোঁচকানো চুল, পরনে ফুলছাপ জামা, ঠোঁটের উপর পুরু গোঁফ আর গলায় ঝুলছে চেন। কেউ বললেন, একেবারে বাংলাদেশের ট্রাক ড্রাইভারদের মতো লাগছে। কারও আবার মনে হল, না না এতো পুরো সিনেমার ভিলেন!(ছবি:ফেসবুক)

মাথায় কালো কোঁচকানো চুল, পরনে ফুলছাপ জামা, ঠোঁটের উপর পুরু গোঁফ আর গলায় ঝুলছে চেন। কেউ বললেন, একেবারে বাংলাদেশের ট্রাক ড্রাইভারদের মতো লাগছে। কারও আবার মনে হল, না না এতো পুরো সিনেমার ভিলেন!(ছবি:ফেসবুক)

2 / 5
অনেকের আবার দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু আর্জুনের সঙ্গে মিল পাচ্ছেন সাকিবের নতুন লুকের। অনুরাগীদের প্রশ্ন, তাহলে কি সিনেমায় নাম লেখাতে চলেছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার?(ছবি:ফেসবুক)

অনেকের আবার দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু আর্জুনের সঙ্গে মিল পাচ্ছেন সাকিবের নতুন লুকের। অনুরাগীদের প্রশ্ন, তাহলে কি সিনেমায় নাম লেখাতে চলেছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার?(ছবি:ফেসবুক)

3 / 5
এখন ক্রিকেট থেকে সামান্য দূরে সাকিব। জিম্বাবোয়ে সফরে যাচ্ছেন না। এই অবসরে বিজ্ঞাপনের শুটিংয়ে পুরোদমে মন দিয়েছেন।(ছবি:ফেসবুক)

এখন ক্রিকেট থেকে সামান্য দূরে সাকিব। জিম্বাবোয়ে সফরে যাচ্ছেন না। এই অবসরে বিজ্ঞাপনের শুটিংয়ে পুরোদমে মন দিয়েছেন।(ছবি:ফেসবুক)

4 / 5
নিজে সিনেমায় না নামলেও অনেকদিন ধরে শোনা যাচ্ছে সাকিবের বায়োপিকের খবর। কবে তা বড় পর্দায় আসবে তা নিয়ে কোনও তথ্য আপাতত নেই।(ছবি:ফেসবুক)

নিজে সিনেমায় না নামলেও অনেকদিন ধরে শোনা যাচ্ছে সাকিবের বায়োপিকের খবর। কবে তা বড় পর্দায় আসবে তা নিয়ে কোনও তথ্য আপাতত নেই।(ছবি:ফেসবুক)

5 / 5
Follow Us: