Bangla News Photo gallery Bank Holidays in September: All Banks will be shut on these days, check dates to avoid Harassments
অর্ধেক মাসই ছুটি পাবেন ব্যাঙ্ককর্মীরা! জরুরি কাজে সেপ্টেম্বরের কোন দিনগুলিতে ব্যাঙ্কে যাবেন, জেনে নিন
TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী
Aug 30, 2021 | 3:49 PM
Bank Holidays in September: সেপ্টেম্বর মাসেও কিন্তু অর্ধেক দিনই বন্ধ থাকবে ব্যাঙ্ক। তাই কোন কোন দিন ব্য়াঙ্কে গেলে হয়রানির শিকার হতে হবে না, জেনে নিন এখনই।
1 / 11
নতুন মাস শুরু হচ্ছে বুধবার থেকেই। পেনশন তুলতে বা কিস্তি জমা করতে ব্যাঙ্কে যেতে হবে আর ক’দিনের মধ্যেই। তবে সেপ্টেম্বর মাসেও কিন্তু অর্ধেক দিনই বন্ধ থাকবে ব্যাঙ্ক। তাই কোন কোন দিন ব্য়াঙ্কে গেলে হয়রানির শিকার হতে হবে না, জেনে নিন এখনই।
2 / 11
প্রতিমাসের মতোই সেপ্টেম্বরেও ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। রিজার্ভ ব্যাঙ্কের (Reserve Bank of India) ক্যালেন্ডার অনুযায়ীই পরিচালিত হয় ভারতীয় ব্যাঙ্কগুলি। প্রতি মাসেই প্রত্যেক রবিবার এবং মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবারও ছুটি থাকে। এছাড়াও নেগোশিয়েবল ইন্সট্রুমেন্ট আইনের অধীনে বিভিন্ন উৎসব-অনুষ্ঠানেও ব্য়াঙ্কের ছুটি থাকে।
3 / 11
রবিবার এবং মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবারের ছুটি বাদ দিয়েও আগামী মাসে মোট আটটি ছুটি রয়েছে। অর্থাৎ এ মাসেও দেখা যাচ্ছে লম্বা ছুটি পাচ্ছেন ব্যাঙ্ককর্মীরা। মোট ১২টি ছুটি পাবেন তারা। এরমধ্যে তিজ, গণেশ চতুর্থী, শ্রী নারায়ণ গুরু সমাধি দিবস, ইন্দ্রযাত্রা সহ একাধিক উৎসবের ছুটি রয়েছে। সুতরাং এই দিনগুলিতে গুরুত্বপূর্ণ কাজের জন্য ব্য়াঙ্কে না যাওয়াই শ্রেয়। যদিও এরমধ্যে কয়েকটি ছুটি আবার রাজ্য়ভিত্তিক, সুতরাং সেই দিনগুলিতে আপনার ব্যাঙ্কের শাখা খোলা থাকতেও পারে।
4 / 11
৮ সেপ্টেম্বর: শ্রীমন্ত শংকরদেবের জন্মতিথি উপলক্ষ্যে গুয়াহাটির ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
5 / 11
৯ সেপ্টেম্বর: হরিতালিকা তিজ উপলক্ষ্যে গ্যাংটকের সমস্ত ব্যাঙ্ক ছুটি থাকবে।
6 / 11
১০ সেপ্টেম্বর: গণেশ চতুর্থী উপলক্ষ্যে দেশের সমস্ত ব্যাঙ্কই বন্ধ থাকবে এই দিনটিতে।
7 / 11
১১ সেপ্টেম্বর: গণেশ চতুর্থীর দ্বিতীয় দিন উপলক্ষ্যেও ছুটি থাকবে ব্যাঙ্ক। তবে যে রাজ্যগুলিতে গণেশ চতুর্থী ধুমধাম করে পালন করা হয়, সেই রাজ্যগুলিতেই কেবল এই দিনটি ছুটি থাকবে।
8 / 11
১৭ সেপ্টেম্বর: বিশ্বকর্মী পুজো উপলক্ষ্য়ে রাজ্যে এবং কর্মা পুজো উপলক্ষ্যে রাঁচীতে ছুটি থাকবে।
9 / 11
২০ সেপ্টেম্বর: ইন্দ্রযাত্রা উপলক্ষ্যে আগামী ২০ সেপ্টেম্বর গ্যাংটকের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।
10 / 11
২১ সেপ্টেম্বর: শ্রী নারায়ণ গুরু সমাধি দিন উপলক্ষ্যে কোচি ও তিরুবনন্তপুরমের একাধিক ব্যাঙ্ক বন্ধ থাকবে।
11 / 11
করোনা সংক্রমণ ও লকডাউনের জেরে গত বছর থেকেই অনলাইন ব্যাঙ্কিং-র উপর নির্ভরশীলতা অনেকাংশে বেড়েছে। বিল জমা দেওয়া থেকে শুরু করে যাবতীয় লেনদেন অনলাইনেই হয়।