AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Barcelona: বেতিসের বিরুদ্ধে পেনাল্টিতে জয় বার্সেলোনার, রবিবারের মেগা ফাইনালে এল ক্লাসিকো

Spanish Super Cup: স্প্যানিশ সুপার কাপের ফাইনালে পৌঁছে গেল রবার্ট লেওয়ানডস্কির বার্সেলোনা। রিয়াল বেতিসের বিরুদ্ধে সুপার কাপের দ্বিতীয় সেমিফাইনালে পেনাল্টিতে ৪-২ ব্যবধানে জিতেছে কাতালান ক্লাবটি।

| Edited By: | Updated on: Jan 13, 2023 | 1:33 PM
Share
করিম বেঞ্জেমার রিয়াল মাদ্রিদের (Real Madrid) পর এ বার স্প্যানিশ সুপার কাপের (Spanish Super Cup) ফাইনালে পৌঁছে গেল বার্সেলোনা (Barcelona)। (ছবি-বার্সেলোনা টুইটার)

করিম বেঞ্জেমার রিয়াল মাদ্রিদের (Real Madrid) পর এ বার স্প্যানিশ সুপার কাপের (Spanish Super Cup) ফাইনালে পৌঁছে গেল বার্সেলোনা (Barcelona)। (ছবি-বার্সেলোনা টুইটার)

1 / 8
সুপার কাপের সেমিফাইনাল ম্যাচের ৪০ মিনিটের মাথায় রিয়াল বেতিসের জাল কাঁপিয়ে বার্সেলোনাকে এগিয়ে দেন পোলিশ সুপারস্টার রবার্ট লেওয়ানডস্কি। (ছবি-বার্সেলোনা টুইটার)

সুপার কাপের সেমিফাইনাল ম্যাচের ৪০ মিনিটের মাথায় রিয়াল বেতিসের জাল কাঁপিয়ে বার্সেলোনাকে এগিয়ে দেন পোলিশ সুপারস্টার রবার্ট লেওয়ানডস্কি। (ছবি-বার্সেলোনা টুইটার)

2 / 8
প্রথমার্ধে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকার পর, দ্বিতীয়ার্ধে (৭৭ মিনিটে) বেতিসের হয়ে গোল শোধ করেন নাবিল ফেকির। (ছবি-বার্সেলোনা টুইটার)

প্রথমার্ধে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকার পর, দ্বিতীয়ার্ধে (৭৭ মিনিটে) বেতিসের হয়ে গোল শোধ করেন নাবিল ফেকির। (ছবি-বার্সেলোনা টুইটার)

3 / 8
৯০ মিনিট অবধি স্কোরলাইন ১-১ থাকার পর, অতিরিক্ত সময়ের শেষে ম্যাচ থামে ২-২ স্কোরলাইনে। ম্যাচের ৯৩ মিনিটের মাথায় কাতালান ক্লাবকে ফের এগিয়ে দেন তরুণ তুর্কি আনসু ফাতি। (ছবি-বার্সেলোনা টুইটার)

৯০ মিনিট অবধি স্কোরলাইন ১-১ থাকার পর, অতিরিক্ত সময়ের শেষে ম্যাচ থামে ২-২ স্কোরলাইনে। ম্যাচের ৯৩ মিনিটের মাথায় কাতালান ক্লাবকে ফের এগিয়ে দেন তরুণ তুর্কি আনসু ফাতি। (ছবি-বার্সেলোনা টুইটার)

4 / 8
বার্সার আনসু ফাতির গোল করার ৮ মিনিট পর বেতিসকে সমতায় ফেরান লোরেন মরোন। অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে লাল কার্ড দেখেন বেতেসের আন্দ্রে গুয়ার্দাদো। (ছবি-বার্সেলোনা টুইটার)

বার্সার আনসু ফাতির গোল করার ৮ মিনিট পর বেতিসকে সমতায় ফেরান লোরেন মরোন। অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে লাল কার্ড দেখেন বেতেসের আন্দ্রে গুয়ার্দাদো। (ছবি-বার্সেলোনা টুইটার)

5 / 8
অবশেষে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই বাজিমাত জাভির ছেলেদের। পেনাল্টি শুট-আউটে ৪-২ ব্যবধানে জিতে ফাইনালের টিকিট হাতে পেয়ে যান রবার্ট লেওয়ানডস্কিরা। (ছবি-বার্সেলোনা টুইটার)

অবশেষে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই বাজিমাত জাভির ছেলেদের। পেনাল্টি শুট-আউটে ৪-২ ব্যবধানে জিতে ফাইনালের টিকিট হাতে পেয়ে যান রবার্ট লেওয়ানডস্কিরা। (ছবি-বার্সেলোনা টুইটার)

6 / 8
টাইব্রেকারে বার্সাকে বাঁচান গোলকিপার টেন স্টেগান। বেতিসের দু’টি গোল বাঁচিয়ে বার্সোলোনাকে ফাইনালে তুলতে সাহায্য করেন তিনি। উল্লেখ্য, বার্সেলোনার হয়ে টাইব্রেকারে গোল করেন রবার্ট লেওয়ানডস্কি, ফ্র্যাঙ্ক কেসি, আনসু ফাতি এবং পেদ্রি। রিয়াল বেতেসের হয়ে দুটি গোল করেন উইলিয়াম জোস এবং লরেন মরোন। জুয়ানমি ও উইলিয়াম কার্ভালহোর শট বাঁচিয়ে দেন স্টেগান। (ছবি-বার্সেলোনা টুইটার)

টাইব্রেকারে বার্সাকে বাঁচান গোলকিপার টেন স্টেগান। বেতিসের দু’টি গোল বাঁচিয়ে বার্সোলোনাকে ফাইনালে তুলতে সাহায্য করেন তিনি। উল্লেখ্য, বার্সেলোনার হয়ে টাইব্রেকারে গোল করেন রবার্ট লেওয়ানডস্কি, ফ্র্যাঙ্ক কেসি, আনসু ফাতি এবং পেদ্রি। রিয়াল বেতেসের হয়ে দুটি গোল করেন উইলিয়াম জোস এবং লরেন মরোন। জুয়ানমি ও উইলিয়াম কার্ভালহোর শট বাঁচিয়ে দেন স্টেগান। (ছবি-বার্সেলোনা টুইটার)

7 / 8
স্প্য়ানিশ সুপার কাপের ফাইনালে এ বার এল ক্লাসিকো। প্রথম সেমিফাইনালে ভ্যালেন্সিয়ার বিরুদ্ধেও পেনাল্টি শুট-আউটে জিতেছিল রিয়াল মাদ্রিদ। বার্সেলোনাও জিতল পেনাল্টি শুট-আউটে। রবিবার মেগা ফাইনালে এল ক্লাসিকো দেখার জন্য মুখিয়ে রয়েছে ফুটবলপ্রেমীরা। (ছবি-বার্সেলোনা টুইটার)

স্প্য়ানিশ সুপার কাপের ফাইনালে এ বার এল ক্লাসিকো। প্রথম সেমিফাইনালে ভ্যালেন্সিয়ার বিরুদ্ধেও পেনাল্টি শুট-আউটে জিতেছিল রিয়াল মাদ্রিদ। বার্সেলোনাও জিতল পেনাল্টি শুট-আউটে। রবিবার মেগা ফাইনালে এল ক্লাসিকো দেখার জন্য মুখিয়ে রয়েছে ফুটবলপ্রেমীরা। (ছবি-বার্সেলোনা টুইটার)

8 / 8