Robert Lewandowski: বায়ার্ন ছেড়ে বার্সার পথে রবার্ট লেওয়ানডস্কি
পোলিশ তারকা ফুটবলার রবার্ট লেওয়ানডস্কি (Robert Lewandowski) জার্মানির ক্লাব বায়ার্ন মিউনিখ ছাড়ার পথে। যদিও মিউনিখের সঙ্গে আরও এক বছরের চুক্তি ছিল লেওয়ানডস্কির। কিন্তু দলবদলের মরসুমে বায়ার্নের সঙ্গে চুক্তি শেষ না করেই, বার্সায় যোগ দিচ্ছেন তিনি। জানা গিয়েছে বার্সার সঙ্গে তিন বছরের নতুন চুক্তিতে সই করবেন লেওয়ানডস্কি।
Most Read Stories