Bangla News » Photo gallery » Barcelona sign Bayern Munich star Robert Lewandowski in 42.5 million pound deal
Robert Lewandowski: বায়ার্ন ছেড়ে বার্সার পথে রবার্ট লেওয়ানডস্কি
TV9 Bangla Digital | Edited By: Sanghamitra Chakraborty
Updated on: Jul 17, 2022 | 6:45 AM
পোলিশ তারকা ফুটবলার রবার্ট লেওয়ানডস্কি (Robert Lewandowski) জার্মানির ক্লাব বায়ার্ন মিউনিখ ছাড়ার পথে। যদিও মিউনিখের সঙ্গে আরও এক বছরের চুক্তি ছিল লেওয়ানডস্কির। কিন্তু দলবদলের মরসুমে বায়ার্নের সঙ্গে চুক্তি শেষ না করেই, বার্সায় যোগ দিচ্ছেন তিনি। জানা গিয়েছে বার্সার সঙ্গে তিন বছরের নতুন চুক্তিতে সই করবেন লেওয়ানডস্কি।
Jul 17, 2022 | 6:45 AM
পোলিশ তারকা ফুটবলার রবার্ট লেওয়ানডস্কি (Robert Lewandowski) জার্মানির ক্লাব বায়ার্ন মিউনিখ ছাড়ার পথে। যদিও মিউনিখের সঙ্গে আরও এক বছরের চুক্তি ছিল লেওয়ানডস্কির। কিন্তু দলবদলের মরসুমে বায়ার্নের সঙ্গে চুক্তি শেষ না করেই, বার্সায় যোগ দিচ্ছেন তিনি। (ছবি-টুইটার)
1 / 5
বার্সেলোনার সঙ্গে তিন বছরের নতুন চুক্তিতে সই করতে চলেছেন লেওয়ানডস্কি। আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির পুরনো ক্লাব বার্সায় ৪২.৫ মিলিয়ন পাউন্ড পাবেন লেওয়ানডস্কি। (ছবি-টুইটার)
2 / 5
কাতালান ক্লাবের সঙ্গে নতুন চুক্তির আগে স্পেনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন লেওয়ানডস্কি। সেখানে ডাক্তারি পরীক্ষা হবে পোলিশ সুপারস্টারের। (ছবি-টুইটার)
3 / 5
২০১৪ সালে বরুশিয়া ডর্টমুন্ড থেকে বায়ার্ন মিউনিখে যোগ দিয়েছিলেন লেওয়ানডস্কি। বায়ার্ন মিউনিখের হয়ে আট বার বুন্দেশলিগা ও এক বার চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন হয়েছেন পোলিশ স্ট্রাইকার। (ছবি-টুইটার)
4 / 5
বুন্দেশলিগার অন্যতম সফল ক্লাব বায়ার্ন মিউনিখ ছাড়লেন রবার্ট লেওয়ানডস্কি। এ বার লা লিগায়, বার্সেলোনার জার্সি গায়ে চাপিয়ে গোলবন্যা বইয়ে দিতে মাঠে নামবেন লেওয়ানডস্কি। (ছবি-টুইটার)