TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী
Oct 08, 2021 | 10:39 AM
বাসন্তীতে হোগল নদীগর্ভে তলিয়ে গেল প্রায় দশটির বেশি বাড়িl চোখের সামনে সর্বস্ব চলে গেল নদী গর্ভে।
শুক্রবার সকাল সাড়ে পাঁচটা নাগাদ আচমকাই রাধাবল্লভপুরের গ্রামের নদীতে ভাঙন শুরু হয়। নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে আসতে শুরু করেন।
বিপদ তাঁরা আঁচ করেছিলেন আগেই। তাই যতটা সম্ভব হচ্ছে ঘরবাড়ি থেকে নিজের কিছুটা জিনিস বার করে আনতে পেরেছিলেন। নিমেশের মধ্যেই চোখের সামনে নদীর গ্রাসে চলে যায় সব কিছু।
বাসন্তী গ্রাম পঞ্চায়েতের রাধা বল্লভপুর গ্রামের ১০-১২ টি বাড়ি নদী গর্ভে চলে যায়l শুক্রবার ভোরে আলো ফুটতেই নদী বাঁধে ভাঙ্গন শুরু হয়। তখন একের পর এক বাড়ি ভেঙে পড়তে থাকে।
বাড়ি থেকে বেরিয়ে আসার জন্য ছোটাছুটি পড়ে যায়। কয়েকজন নদীতেই পড়ে যানl যদিও স্থানীয় মানুষের তৎপরতায় তাঁদের প্রত্যেককেই উদ্ধার করা সম্ভব হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যান প্রশাসনিক কর্তারা।