Bangla News Photo gallery Bashdroni Ridhi Distributed over 80 trees and planted 23 small trees near bashdroni bazar area
Kolkata: ২৩ বৃক্ষরোপণ, ৮০ চারাগাছ বিলি করে নজির গড়ল বাঁশদ্রোণী হৃধি
Kolkata: আর্থিক ভাবে পিছিয়ে পড়া ছেলেমেয়েদের পাশে সাধ্য মতো থাকার সঙ্গেই পরিবেশ রক্ষার প্রতি দায়বদ্ধ বাঁশদ্রোণী হৃধি। রোপণ করল প্রায় ২৩টি চারাগাছ। শুধু বৃক্ষরোপণ নয় বিলি করা হয়েছে ৮০টি চারাগাছও।
1 / 9
একদিকে ছোট ছোট ছেলেমেয়েদের বিনামূল্যে পড়াশোনার চেষ্টা তো অন্যদিকে আবার পরিবেশ রক্ষার ডাক দিয়ে বিরত না থেকে, হাতে কলমে কাজ করা। এই দুই সংকল্প নিয়ে এগিয়ে চলেছে বাঁশদ্রোণী হৃধি।
2 / 9
আর্থিক ভাবে পিছিয়ে পড়া শিশুরা, যারা পড়াশোনা করতে চায় কিন্তু পরিস্থিতির মার প্যাঁচে পড়ে সেই খরচ বহন করতে অক্ষম তাঁদের জন্য বাঁশদ্রোণী হৃধির প্রয়াস 'এসো শিখি'।
3 / 9
এই প্রকল্পে 'এসো শিখি'কিছু ছোট ছেলেমেয়েদের বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা করেছে সংস্থা। এরা প্রত্যেকেই আর্থিক ভাবে একটু পিছনের সারির।
4 / 9
শিশুরা প্রত্যকেই সাগ্রহে পাঠ গ্রহণ করে 'এসো শিখি'র পাঠশালায়। কয়েকটি নামকরা স্কুলের শিক্ষক শিক্ষিকরা এই বাচ্চাদের যত্ন সহকারে শিক্ষাদান করেন।
5 / 9
কেবল বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থাই নয়! বরং সেই ছোট ছেলেমেয়েদের জন্য প্রতিদিন সন্ধ্যেবেলায় একটি টিফিনের ব্যবস্থা করে সংস্থা।
6 / 9
আর্থিক ভাবে পিছিয়ে পড়া ছেলেমেয়েদের পাশে সাধ্য মতো থাকার সঙ্গেই পরিবেশ রক্ষার প্রতি দায়বদ্ধ বাঁশদ্রোণী হৃধি।
7 / 9
কিছুদিন আগেই বাঁশদ্রোণী হৃধির তরফ থেকে বৃক্ষরোপণ, চারাগাছ বিলি করার এক অভুতপূর্ব উদ্যোগ নেওয়া হয়। বাঁশদ্রোণী বাজার এলাকায়। রোপণ করা হয় প্রায় ২৩টি চারাগাছ।
8 / 9
কেবল চারাগাছ রোপণ নয়, বিলি করা হয় প্রায় ৮০টি চারাগাছ। এই কাজে সংস্থার স্বেচ্ছাসেবকরা তো ছিলেন, তবে তারই সঙ্গে পথচলতি মানুষদেরও আগ্রহ ছিল চোখে পড়ার মতো।
9 / 9
বৃক্ষরোপণ এবং গাছের চারা বিলির এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্বরাও। আগামী দিনেও এই রকম ভাবে কাজ করে পরিবেশ সম্বন্ধে মানুষের সচেতনতা বৃদ্ধির চেষ্টায় ব্রতী থাকবে বাঁশদ্রোণী হৃধি বলেই দাবি সংস্থার কর্ণধারদের।