UEFA Champions League: লেওয়ানডস্কির মিউনিখের কাছে হার বার্সেলোনার
লিওনেল মেসিকে (Lionel Messi) ছাড়া চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) প্রথম ম্যাচে বার্সার (Barcelona) কপালে জুটল হার। ই গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ক্যাম্প ন্যু-তে রবার্ট লেওয়ানডস্কির বায়ার্ন মিউনিখের (Bayern Munich) কাছে ৩-০ গোলে হেরে যাত্রা শুরু করল কাতালান ক্লাব। বায়ার্নের হয়ে জোড়া গোল করেছেন পোলিশ সুপারস্টার লেওয়ানডস্কি। মিউনিখের তৃতীয় গোল এসেছে জার্মান ফুটবলার থমাস মুলারের কাছ থেকে।
Most Read Stories