Sourav Ganguly Birthday: কেক-শ্যাম্পেনে জমজমাট নৈশভোজ, সৌরভের প্রাক জন্মদিন উদযাপনে তারার হাট

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Jul 07, 2022 | 2:32 PM

বাঙালির গর্ব, দেশের প্রাক্তন অধিনায়ক ও বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের ৫০তম জন্মদিন আগামীকাল। এবারের জন্মদিনটা প্রিয় শহর লন্ডনেই কাটাবেন মহারাজ। জন্মদিনের একদিন আগে বোর্ড সভাপতির জন্য লন্ডনে নৈশভোজের আয়োজন করেছিল বিসিসিআই। তারকাখচিত সেই ডিনার পার্টিতে কী কী হল, দেখে নিন।

1 / 5
জন্মদিন শুক্রবার। তবে নামটা যদি সৌরভ গঙ্গোপাধ্যায় হয় তাহলে দু'দিন আগে থেকে সেলিব্রেশনটা বাড়াবাড়ি বলে মনে হয় না। বুধবার সন্ধ্যায় লন্ডনের একটি রেস্তরাঁয় সৌরভের অনারে ডিনার পার্টির আয়োজন করেছিল বিসিসিআই।

জন্মদিন শুক্রবার। তবে নামটা যদি সৌরভ গঙ্গোপাধ্যায় হয় তাহলে দু'দিন আগে থেকে সেলিব্রেশনটা বাড়াবাড়ি বলে মনে হয় না। বুধবার সন্ধ্যায় লন্ডনের একটি রেস্তরাঁয় সৌরভের অনারে ডিনার পার্টির আয়োজন করেছিল বিসিসিআই।

2 / 5
৫০তম জন্মদিন উপলক্ষে কাটা হল বিশেষ কেক। সুসজ্জিত সেই কেক-এর উপর সৌরভের ক্রিকেট জীবনের বেশ কিছু মুহূর্তে ছবি। ছিল উপহার।

৫০তম জন্মদিন উপলক্ষে কাটা হল বিশেষ কেক। সুসজ্জিত সেই কেক-এর উপর সৌরভের ক্রিকেট জীবনের বেশ কিছু মুহূর্তে ছবি। ছিল উপহার।

3 / 5
প্রিয় দাদি-র ৫০তম জন্মদিনের সেলিব্রেশন মিস করলেন না সচিন তেন্ডুলকর। স্ত্রী অঞ্জলিকে নিয়ে সোজা লন্ডনে পৌঁছে যান মাস্টার ব্লাস্টার।

প্রিয় দাদি-র ৫০তম জন্মদিনের সেলিব্রেশন মিস করলেন না সচিন তেন্ডুলকর। স্ত্রী অঞ্জলিকে নিয়ে সোজা লন্ডনে পৌঁছে যান মাস্টার ব্লাস্টার।

4 / 5
বন্ধুত্বটা বাইশ গজ ছাড়িয়ে। ডিনার টেবিলের পাশাপাশি বসলেন সচিন-সৌরভ। শ্যাম্পেনের গ্লাসে গ্লাস ঠেকিয়ে সৌরভের পঞ্চাশতম জন্মদিনের প্রাক্কালে হাসিতে ফেটে পড়লেন।

বন্ধুত্বটা বাইশ গজ ছাড়িয়ে। ডিনার টেবিলের পাশাপাশি বসলেন সচিন-সৌরভ। শ্যাম্পেনের গ্লাসে গ্লাস ঠেকিয়ে সৌরভের পঞ্চাশতম জন্মদিনের প্রাক্কালে হাসিতে ফেটে পড়লেন।

5 / 5
দুই পরিবার। অঞ্জলি ও ডোনাকে পাশে নিয়ে ক্যামেরায় পোজ দিলেন বাইশ গজের দুই কিংবদন্তি।

দুই পরিবার। অঞ্জলি ও ডোনাকে পাশে নিয়ে ক্যামেরায় পোজ দিলেন বাইশ গজের দুই কিংবদন্তি।

Next Photo Gallery
CWG 2022: কমনওয়েলথে ভারতের পতাকাবাহক নীরজ?
MS Dhoni Birthday: কাঁচাপাকা দাড়ি, স্টাইলিশ চশমা; বার্থডে বয় ধোনির টেনিস প্রীতি