জন্মদিন শুক্রবার। তবে নামটা যদি সৌরভ গঙ্গোপাধ্যায় হয় তাহলে দু'দিন আগে থেকে সেলিব্রেশনটা বাড়াবাড়ি বলে মনে হয় না। বুধবার সন্ধ্যায় লন্ডনের একটি রেস্তরাঁয় সৌরভের অনারে ডিনার পার্টির আয়োজন করেছিল বিসিসিআই।
৫০তম জন্মদিন উপলক্ষে কাটা হল বিশেষ কেক। সুসজ্জিত সেই কেক-এর উপর সৌরভের ক্রিকেট জীবনের বেশ কিছু মুহূর্তে ছবি। ছিল উপহার।
প্রিয় দাদি-র ৫০তম জন্মদিনের সেলিব্রেশন মিস করলেন না সচিন তেন্ডুলকর। স্ত্রী অঞ্জলিকে নিয়ে সোজা লন্ডনে পৌঁছে যান মাস্টার ব্লাস্টার।
বন্ধুত্বটা বাইশ গজ ছাড়িয়ে। ডিনার টেবিলের পাশাপাশি বসলেন সচিন-সৌরভ। শ্যাম্পেনের গ্লাসে গ্লাস ঠেকিয়ে সৌরভের পঞ্চাশতম জন্মদিনের প্রাক্কালে হাসিতে ফেটে পড়লেন।
দুই পরিবার। অঞ্জলি ও ডোনাকে পাশে নিয়ে ক্যামেরায় পোজ দিলেন বাইশ গজের দুই কিংবদন্তি।