আসন্ন কমনওয়েলথ গেমসে ভারতের পতাকাবাহকের ভূমিকায় দেখা যেতে পারে টোকিও অলিম্পিকে সোনাজয়ী ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়াকে। (ছবি-টুইটার)
২৮ জুলাই থেকে বার্মিংহামে বসতে চলেছে এ বারের কমনওয়েলথ গেমসের আসর। সিডব্লিউজি চলবে ৮ অগস্ট অবধি। (ছবি-টুইটার)
ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল রাজীব মেহতা বলেন, "ভারতের পতাকাবাহক হতে পারেন নীরজ চোপড়া। আমরা দেখছি উদ্বোধনী অনুষ্ঠানের সময় তাঁকে পাওয়া যায় কিনা।" (ছবি-টুইটার)
এর আগে ২০১৮ সালে জাকার্তায় হওয়া এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকাবাহক ছিলেন নীরজ। (ছবি-টুইটার)
বার্মিংহাম কমনওয়েলথ গেমসের জন্য ভারত থেকে ৩২২ সদস্যের একটি শক্তিশালী দল পাঠাবে। যার মধ্যে ১০৭ জন মহিলা ক্রীড়াবিদ থাকবেন। (ছবি-টুইটার)