ক্রিকেটার নাকি সিনেমার নায়িকা, ধরতে পারবেন না। ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদস্যদের প্রতিভা নিয়ে সন্দেহের অবকাশ নেই। তাঁরা সবাই নিজের মতো করে সুন্দর। তবে হরমনপ্রীত কৌরের দলে বেশ কয়েকজন সদস্য রয়েছেন যাঁদের দেখলে সিনেমা, সিরিয়ালের নায়িকা বলে ভ্রম হতে পারে। তাঁদেরই একজন হারলিন কৌর দেওল। (ছবি: ইনস্টাগ্রাম)
বিউটি উইদ ব্রিলিয়ান্ট ব্যাটার। হারলিনকে দেখলে এই কথা মনে পড়তে বাধ্য। চণ্ডীগড়ের ২৪ বছর বয়সী এই ক্রিকেটার জাতীয় দলের 'বিউটি কুইন'। (ছবি: ইনস্টাগ্রাম)
২০১৯ সালে জাতীয় দলে পদার্পণ হারলিনের। খেলেছেন ৪টি ওডিআই এবং ১৩টি টি-২০। কমনওয়েলথ গেমসে ১৫ সদস্যের মহিলা ক্রিকেট দলে জায়গা পেয়েছেন হারলিন। (ছবি: ইনস্টাগ্রাম)
ডান-হাতি বিধ্বংসী ব্যাটার হারলিন লেগ স্পিনটাও ভালোই করতে পারেন। ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচে জাতীয় দলে অভিষেক ঘটে মিস দেওলের।(ছবি: ইনস্টাগ্রাম)
বলিউড অভিনেতা সানি বা ববি দেওলের সঙ্গে দূরদূরান্ত পর্যন্ত কোনও যোগাযোগ নেই হারলিনের। পদবি শুনে এমনটা মনে করার কারণ নেই। (ছবি: ইনস্টাগ্রাম)
সোশ্যাল মিডিয়ায় ভীষণ অ্যাক্টিভ হারলিন। ফিটনেস ফ্রিক মিস দেওল প্রায়শই ওয়ার্ক আউটের ছবি, ভিডিও শেয়ার করেন। (ছবি: ইনস্টাগ্রাম)