Cashew Face Mask: শীতকালে ব্রণ আর কালো ছোপের সমস্যায় নাজেহাল? পার্লারে নয়, বাড়িতেই ‘ডায়মন্ড ফেসিয়াল’ করুন এই উপাদান দিয়ে
TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস
Dec 17, 2022 | 3:02 PM
Pimples and Dark Spots: শীতকালে দূষণ ও আবহাওয়ার কারণে ত্বকের উপর দারুণ প্রভাব তৈরি হয়। কালো ছোপ, ব্রণ, শুষ্ক ও রুক্ষ হয়ে যাওয়া এই ঋতুর অন্য়তম সাধারণ সমস্যা। তবে এই সমস্যাকেও দূর করা যায় এক নিমেষের মধ্যেই।
1 / 9
শীতকাল মানেই তাজা ও রকমারি সবজি ও ফলের সম্ভার। ঠান্ডা আবহাওয়ায় স্বাস্থ্যকর জীবনধারা বজায় রাখতে অনেকেই ড্রাই ফ্লুটস খেতে পছন্দ করেন। তার মধ্যে সুস্বাদু কাজুবাদাম তো রয়েছেই। শিশু থেকে বুড়ো, সকলেরই কাজুবাদাম দারুণ পছন্দের।
2 / 9
শুধু স্বাস্থ্যকর খাবার হিসেবে নয়, ত্বকের যত্নের জন্যও কাজুবাদাম দারুণ কার্য়করী, তা অনেকেই জানেন না। এই বাদামের গুণে ত্বক থাকে সুস্থ, ঝকঝকে পরিষ্কার ও উজ্জ্বল। তাই কাজুবাদামের ফেসপ্যাক ব্যবহার করে ত্বকের যে কোনও সমস্যাকে চিরতরে বিদায় জানাতে পারেন।
3 / 9
কাজুবাদামের মধ্যে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ। এতে রয়েছে তামা, ম্যাঙ্গানিজ, ফসফরাস, ম্যাগনেশিয়াম ও জিঙ্ক। পাশাপাশি এতে পর্যাপ্ত পরিমাণে রয়েছে ভিটামিন বি৬, ভিটামিন কে, আয়রন, পটাসিয়াম ও থায়ামিন। তাই খাওয়ার পাশাপাশি ত্বকের ব্যবহার করলেও প্রচুর উপকার পেতে পারেন।
4 / 9
কাজুর ফেসপ্যাক তৈরির পদ্ধতি এবং এর কিছু উপকারিতা সম্পর্কে জেনে নেওয়া ভাল। কীভাবে কাজুবাদামের ফেসমাস্ক তৈরি করবেন, তা জেনে নিন এখানে...
5 / 9
ব্রণ ও কালো ছোপ দূর করতে, কাজুবাদামের ফেসপ্যাক বানাতে একটি পাত্রে ১০-১২টি কাজুবাদাম ভিজিয়ে রাখুন। ১ ঘণ্টা পর সেই কাজুতে সামান্য দুধ মিশিয়ে ফুড প্রসেসরে পেস্ট করে নিন। এবার এই পেস্টের মধ্যে ১ চা চামচ বেসন বা চালের গুঁড়ো যোগ করে নিন। এবার একসঙ্গে মিশিয়ে একটি ফেসপ্যাক তৈরি করুন।
6 / 9
কীভাবে এই ফেস মাস্ক ব্যবহার করবেন? এই ফেসপ্যাক ত্বকে প্রয়োগ করার আগে কাঁচা দুধ দিয়ে মুখ পরিষ্কার করে নিন। এরপর কাজুবাদামের প্যাকটি গোটা মুখে ও ঘাড়ে ব্যবহার করুন। ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করার পর জল দিয়ে মুখ ধুয়ে নিন। প্রতি সপ্তাহে ২-৩বার এই প্যাক ব্যবহার করলে সবচেয়ে বেশি উপকার পাবেন।
7 / 9
উপকারিতা: সপ্তাহে ২-৩বার এই ফেসপ্যাক ব্যবহার করলে মুখের মধ্যে ব্রণ ও কালো দাগ কমতে শুরু করে। একই সময়ে বলিরেখা ও ফাইন লাইনস দূর করতে কাজুবাদামের পেস্ট ব্যবহার করতে পারেন।
8 / 9
শুধু তাই নয়, এই ফেসপ্যাক অনেকটা ডায়মন্ড ফেসিয়ালের মত ফল দেয়। তাই পার্লারে না গিয়ে বাড়িতেই বানিয়ে নিতে পারেন। ট্যান ও রোদে পোড়ার দাগ থেকে মুক্তি পেতেও সাহায্য করে।
9 / 9
কাজুবাদামের ফেসপ্যাক ময়শ্চারাইজিং উপাদানে সমৃদ্ধ। অন্যদিকে, শুষ্কতা দূর করে শীতকালে ত্বককে নরম ও উজ্জ্বল রাখতে সাহায্য করে।