Bangla News » Photo gallery » Beer to cost nearly $14 per half litre inside Qatar fan zone, Alcohol sales at Qatar World Cup stadiums are banned announced by FIFA
Qatar World Cup 2022: বিশ্বকাপের স্টেডিয়াম চত্বরে বিয়ার বিক্রি নিষিদ্ধ করল ফিফা
TV9 Bangla Digital | Edited By: Sanghamitra Chakraborty
Updated on: Nov 19, 2022 | 12:05 AM
বিশ্বকাপ দেখতে দেখতে গ্যালারিতে ঠান্ডা বিয়ারে চুমুক না দিলে চলে? কাতার বিশ্বকাপের জন্য এর উত্তরটা একাধিক ফুটবলপ্রেমীদের কাছে কঠিন হতে চলেছে। আর একদিন পর বিশ্বকাপ শুরু হবে। তার আগে ফিফার পক্ষ থেকে বিশ্বকাপের স্টেডিয়াম চত্বরে বিয়ার বিক্রি নিষিদ্ধ বলে ঘোষণা করে দেওয়া হল।
Nov 19, 2022 | 12:05 AM
বিশ্বকাপ দেখতে দেখতে গ্যালারিতে ঠান্ডা বিয়ারে (Beer) চুমুক না দিলে চলে? কাতার বিশ্বকাপের (Qatar World Cup 2022) জন্য এর উত্তরটা একাধিক ফুটবলপ্রেমীদের কাছে কঠিন হতে চলেছে। আর একদিন পর বিশ্বকাপ শুরু হবে। তার আগে ফিফার পক্ষ থেকে বিশ্বকাপের স্টেডিয়াম চত্বরে বিয়ার বিক্রি নিষিদ্ধ বলে ঘোষণা করে দেওয়া হল। (ছবি-এএফপি)
1 / 5
রবিবার শুরু হচ্ছে কাতার বিশ্বকাপ। কাতারে মদ্যপানে নিষেধাজ্ঞা রয়েছে। এই প্রথম বার রক্ষণশীল দেশে হচ্ছে বিশ্বকাপ। কাতারে প্রকাশ্যে মদ্যপানে নিষেধাজ্ঞা রয়েছে। (ছবি-এএফপি)
2 / 5
আয়োজক দেশ কাতার এবং ফিফা একসঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নিয়েছে, এ বারের বিশ্বকাপের স্টেডিয়াম চত্বরে অ্যালকোহলযুক্ত বিয়ার বিক্রি ব্যান করে দেওয়া হল। (ছবি-এএফপি)