Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sunil Chhetri: সুনীল সাফল্যের সফরে সঙ্গী সোনমও

বাবা সুব্রত ভট্টাচার্যর ফোন থেকে লুকিয়ে নম্বর নেওয়া। একটা মেসেজ। কিশোর সুনীল ছেত্রীর সঙ্গে ফ্যান হিসেবে দেখা করতে চেয়েছিলেন সোনম ভট্টাচার্য। সেই থেকে শুরু। ভারতীয় ফুটবলের কিংবদন্তি সুনীল ছেত্রীর সাফল্যের সফরে সঙ্গী সোনমও। দেখা করা গড়িয়েছে ভালোবাসায়। তারপর বিয়ে। মাঠে সুনীলের অনবদ্য পারফরম্যান্সের নেপথ্যে রয়েছে সোনমের ভালোবাসার ছোঁয়াও।

| Edited By: | Updated on: Oct 05, 2022 | 6:30 AM
বাবা সুব্রত ভট্টাচার্যর (Subrata Bhattacharya) ফোন থেকে লুকিয়ে নম্বর নেওয়া। একটা মেসেজ। কিশোর সুনীল ছেত্রীর সঙ্গে ফ্যান হিসেবে দেখা করতে চেয়েছিলেন সোনম ভট্টাচার্য (Sonam Bhattacharya)। (ছবি : ফেসবুক)

বাবা সুব্রত ভট্টাচার্যর (Subrata Bhattacharya) ফোন থেকে লুকিয়ে নম্বর নেওয়া। একটা মেসেজ। কিশোর সুনীল ছেত্রীর সঙ্গে ফ্যান হিসেবে দেখা করতে চেয়েছিলেন সোনম ভট্টাচার্য (Sonam Bhattacharya)। (ছবি : ফেসবুক)

1 / 5
সেই থেকে শুরু। জাতীয় দল হোক কিংবা ক্লাব। ভারতীয় ফুটবলের কিংবদন্তি সুনীল ছেত্রীর (Sunil Chhetri) সাফল্যের সফরে সঙ্গী সোনমও। (ছবি : ফেসবুক)

সেই থেকে শুরু। জাতীয় দল হোক কিংবা ক্লাব। ভারতীয় ফুটবলের কিংবদন্তি সুনীল ছেত্রীর (Sunil Chhetri) সাফল্যের সফরে সঙ্গী সোনমও। (ছবি : ফেসবুক)

2 / 5
দেখা করা গড়িয়েছে ভালোবাসায়। তারপর বিয়ে। মাঠে সুনীলের অনবদ্য পারফরম্যান্সের নেপথ্যে রয়েছে সোনমের ভালোবাসার ছোঁয়াও। (ছবি : ফেসবুক)

দেখা করা গড়িয়েছে ভালোবাসায়। তারপর বিয়ে। মাঠে সুনীলের অনবদ্য পারফরম্যান্সের নেপথ্যে রয়েছে সোনমের ভালোবাসার ছোঁয়াও। (ছবি : ফেসবুক)

3 / 5
দেশের হয়ে ১৩১টি ম্যাচ খেলেছেন সুনীল ছেত্রী। গোল করেছেন ৮৪টি। সক্রিয় ফুটবলারদের মধ্যে গোল সংখ্যায় রোনাল্ডো, মেসির পরই রয়েছেন সুনীল ছেত্রী। (ছবি : টুইটার)

দেশের হয়ে ১৩১টি ম্যাচ খেলেছেন সুনীল ছেত্রী। গোল করেছেন ৮৪টি। সক্রিয় ফুটবলারদের মধ্যে গোল সংখ্যায় রোনাল্ডো, মেসির পরই রয়েছেন সুনীল ছেত্রী। (ছবি : টুইটার)

4 / 5
এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে অনবদ্য পারফর্ম করেছেন সুনীল। এই প্রতিযোগিতাতেই গোল সংখ্যায় ছুঁয়েছেন কিংবদন্তি (Legend) ফেরেন্স পুস্কাসকে। সম্প্রতি তাঁর নেতৃত্বে ডুরান্ড চ্যাম্পিয়ন হয়েছে বেঙ্গালুরু এফসি। (ছবি : টুইটার)

এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে অনবদ্য পারফর্ম করেছেন সুনীল। এই প্রতিযোগিতাতেই গোল সংখ্যায় ছুঁয়েছেন কিংবদন্তি (Legend) ফেরেন্স পুস্কাসকে। সম্প্রতি তাঁর নেতৃত্বে ডুরান্ড চ্যাম্পিয়ন হয়েছে বেঙ্গালুরু এফসি। (ছবি : টুইটার)

5 / 5
Follow Us: