সন্তোষ ট্রফির জন্য বাংলার দল ঘোষণা। মঙ্গলবার মোট ২২ জন ফুটবলারের স্কোয়াড ঘোষণা করা হয়। (ছবি নিজস্ব)
এ বারও বাংলা দলের কোচ থাকছেন বিশ্বজিৎ ভট্টাচার্য। তাঁর তত্ত্বাবধানেই সন্তোষ ট্রফিতে লড়বে বাংলা দল। (ছবি নিজস্ব)
৭ বছরের বিরতির পর ২০২২ সালে গুজরাটে বসেছিল জাতীয় গেমসের আসর। জাতীয় গেমস ফুটবলে সোনা জেতে বাংলা। সেই সোনাজয়ী ফুটবলারদের অধিকাংশই আছেন সন্তোষের স্কোয়াডে।(ছবি নিজস্ব)
৩৬টি দল ছয়টি গ্রুপে ভাগ করে খেলা হবে। বাংলা গ্রুপ ডি-তে রয়েছে। সঙ্গী ছত্তিশগড়, হরিয়ানা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং দমন ও দিউ।(ছবি নিজস্ব)
গতবছর কেরালার বিরুদ্ধে সন্তোষের ফাইনালে হেরে গিয়েছিল বাংলা। এ বার ৭ জানুয়ারি হরিয়ানার বিরুদ্ধে বাংলার প্রথম ম্যাচ। (ছবি নিজস্ব)
প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড খেলা হবে সৌদি আরবে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বর্তমান ঠিকানায় সন্তোষ ট্রফির সেমিফাইনাল আর ফাইনাল হবে অনুষ্ঠিত হবে। (ছবি নিজস্ব)