AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hair Style: উৎসবের মরসুমে ফুল দিয়ে হেয়ার স্টাইল করুন নজরকাড়া!

ফুল বা ফুলের মালা দিয়ে কীভাবে হেয়ার স্টাইল করবেন দেখে নিন এক নজরে...

| Edited By: | Updated on: Oct 26, 2021 | 2:48 PM
Share
একটি ঢিলেঢালা বিনুনি তৈরি করুন এবং এটি থেকে একটি বান বা খোঁপা তৈরি করুন, তারপরে গোলাপী রঙের ফুল দিয়ে সাজান।

একটি ঢিলেঢালা বিনুনি তৈরি করুন এবং এটি থেকে একটি বান বা খোঁপা তৈরি করুন, তারপরে গোলাপী রঙের ফুল দিয়ে সাজান।

1 / 6
মাছের লেজের মত বিনুনি বানিয়ে তাতে ফুল দিয়ে এভাবে ঠিক করে সাজিয়ে নিন। ফুলের মালাও গেঁথে আছে এরকম দেখতে লাগে।

মাছের লেজের মত বিনুনি বানিয়ে তাতে ফুল দিয়ে এভাবে ঠিক করে সাজিয়ে নিন। ফুলের মালাও গেঁথে আছে এরকম দেখতে লাগে।

2 / 6
নীচের অংশের চুল কার্ল করুন এবং উপরে এইভাবে একটি হেয়ারস্টাইল করুন। তারপর এতে ফুলের মালাটা ঠিক এভাবে সেট করুন। দুই থেকে তিনটি স্তরে ফুলের মালা লাগান, তাহলে পেয়ে যাবেন এই লুক।

নীচের অংশের চুল কার্ল করুন এবং উপরে এইভাবে একটি হেয়ারস্টাইল করুন। তারপর এতে ফুলের মালাটা ঠিক এভাবে সেট করুন। দুই থেকে তিনটি স্তরে ফুলের মালা লাগান, তাহলে পেয়ে যাবেন এই লুক।

3 / 6
চুলের উপরের অর্ধেকটা রাবারব্যান্ড বা পিন দিয়ে বেঁধে নীচের অর্ধেকটা খোলা রেখে দিন। তারপর এই পদ্ধতিতে রাবার ব্যান্ডের মতো ফুলের মালাটা বেঁধে নিন।

চুলের উপরের অর্ধেকটা রাবারব্যান্ড বা পিন দিয়ে বেঁধে নীচের অর্ধেকটা খোলা রেখে দিন। তারপর এই পদ্ধতিতে রাবার ব্যান্ডের মতো ফুলের মালাটা বেঁধে নিন।

4 / 6
যদি আপনার চুলের ভলিউম কম হয়, তাহলে খোঁপা করলে ভাল দেখায় না। এই সমস্যার সমাধান করতে আপনি খোঁপাটা এইভাবে ফুলের মালা দিয়ে সম্পূর্ণরূপে ঢেকে রাখতে পারেন।

যদি আপনার চুলের ভলিউম কম হয়, তাহলে খোঁপা করলে ভাল দেখায় না। এই সমস্যার সমাধান করতে আপনি খোঁপাটা এইভাবে ফুলের মালা দিয়ে সম্পূর্ণরূপে ঢেকে রাখতে পারেন।

5 / 6
ফুলের মালা লাগানোর এই স্টাইলটি কয়েক মিনিটের মধ্যে আপনার লুককে অনন্য করে তুলবে। আপনি যদি বাড়িতে একটি দীপাবলি পার্টির আয়োজন করে থাকেন, সেখানে যদি আপনি আলাদা লুক তৈরি করতে চান, তবে আপনাকে অবশ্যই এই স্টাইলটি ট্রাই করতে হবে।

ফুলের মালা লাগানোর এই স্টাইলটি কয়েক মিনিটের মধ্যে আপনার লুককে অনন্য করে তুলবে। আপনি যদি বাড়িতে একটি দীপাবলি পার্টির আয়োজন করে থাকেন, সেখানে যদি আপনি আলাদা লুক তৈরি করতে চান, তবে আপনাকে অবশ্যই এই স্টাইলটি ট্রাই করতে হবে।

6 / 6