Travel: রাতের দৃশ্য অন্বেষণ করতে চান? রাত কাটিয়ে আসুন ভারতের এই ৭টি জায়গা থেকে
শহরে কোলাহল থেকে অনেক দূরে, যেখানে নেই কোনও দূষণ, রয়েছে মুক্ত বাতাস আর খোলা আকাশ। এখানে রাত নামলেই দেখা যায় তারাদের সমাহার। রাতের অন্ধকারেও মন কেড়ে নেয় ভারতের এই জায়গাগুলি। যদি তারাদের নীচে রাত কাটাতে চান একবার হলেও ঘুরে আসুন এই জায়গাগুলি থেকে...