BRAZIL FAN: গ্যালারিতে ব্রাজিল ফ্যানের রূপচর্চায় ফোনই আয়না…
কাতার বিশ্বকাপে অনেক স্বপ্ন নিয়ে পা রেখেছিল ব্রাজিল। যদিও কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে তাদের। সমর্থকদের হতাশার মাঝে কিছু স্মৃতিও রয়েছে। প্রথম ম্যাচে রিচার্লিসনের গোল কিংবা তিতে সহ বাকিদের নাচ। গ্যালারিতেও নানা মুহূর্ত ধরা পড়েছিল। সেরা মুহূর্ত বোধ হয় এটাই। মেক আপ নষ্ট হয়ে গিয়েছিল ব্রাজিলের এক সমর্থকের। সঙ্গে নেই আয়না। তাতে কি! ফোন তো রয়েছে, তাতে ফ্রন্ট ক্যামেরাও রয়েছে। ফোনকে আয়না হিসেবে ব্য়বহার করেই রূপচর্চায় মেতে উঠলেন ব্রাজিলের এক সমর্থক। ১৫ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ সাড়া ফেলে দিয়েছে। অনেকেই বলছেন, এ বারের বিশ্বকাপে এটাই সেরা মুহূর্ত!
Most Read Stories