TT Result CWG 2022: টেবিল টেনিসে দারুণ শুরু, কমনওয়েলথের কোয়ার্টার ফাইনালে মণিকা বাত্রারা
TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী
Jul 31, 2022 | 7:09 AM
গতবার যেখানে শেষ হয়েছিল ঠিক সেখান থেকেই বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের সূচনা করল দেশের টেবিল টেনিস দল (Indian TT Team)। জয় দিয়ে ২০২২ কমনওয়েলথ গেমস হল পুরুষ ও মহিলা উভয় দলেরই। দাপট দেখালেন মণিকা বাত্রা, শরথ কমল, জি সাতিয়ানরা।
1 / 7
গতবার যেখানে শেষ হয়েছিল ঠিক সেখান থেকেই বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের সূচনা করল দেশের টেবিল টেনিস দল (Indian TT Team)। জয় দিয়ে ২০২২ কমনওয়েলথ গেমস হল পুরুষ ও মহিলা উভয় দলেরই। দাপট দেখালেন মণিকা বাত্রা, শরথ কমল, জি সাতিয়ানরা।
2 / 7
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টিম ইভেন্টের প্রথম সিঙ্গলসে জেতেন মণিকা। ১১-৫, ১১-৩, ১১-২ ব্যবধানে প্রতিপক্ষ মিসফিক কালামকে হারান। পরের সিঙ্গলসে দানিশা জয়বন্ত প্যাটেলকে হারান সৃজা আকুলা।
3 / 7
রিথ টেনিসন এবং সৃজা আকুলা জুটি বেঁধে প্রোটিয়াদের ১১-৭, ১১-৭, ১১-৫ স্ট্রেট সেটে হারিয়ে দেয়। ৩-০তে দক্ষিণ আফ্রিকাকে হারান মণিকারা।
4 / 7
গ্রুপ স্টেজের প্রথম ম্যাচে বার্বাডোজকে ৩-০ ব্যবধানে হারিয়েছে ছেলেদের টেবিল টেনিস দল। শরথ কমল ১১-৫, ১১-৫, ১১-৩ ব্যবধানে জেতেন প্রথম সিঙ্গলস ম্যাচ।
5 / 7
১১-৪, ১১-৪, ১১-৫ ব্যবধানে দ্বিতীয় সিঙ্গলস জেতেন সাতিয়ান গণেশেখরন।
6 / 7
এরপর ডাবলস ম্যাচ সাতিয়ান-হরমীত জুটি জিতেছে ১১-৯, ১১-৯, ১১-৪।
7 / 7
গ্রুপ ২-তে মেয়েদের টিমের প্রতিপক্ষ ফিজি। ডাবলস জুটি দিয়া চিতালে এবং সৃজা আকুলা ওপেনিং ম্যাচ জিতলেন ১১-৮, ১১-৩, ১১-৫ ব্যবধানে। সিঙ্গলসে ফিজির প্রতিপক্ষ ক্য়ারোলিন লি-র বিরুদ্ধে ১১-২, ১১-৪, ১১-২ ব্যবধানে জিতলেন মণিকা বাত্রা। সৃজা আকুলা শেষ সিঙ্গলস ম্যাচ জিততেই কোয়ার্টার ফাইনালে পা রাখল মেয়েদের টেবিল টেনিস দল।