TT Result CWG 2022: টেবিল টেনিসে দারুণ শুরু, কমনওয়েলথের কোয়ার্টার ফাইনালে মণিকা বাত্রারা

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Jul 31, 2022 | 7:09 AM

গতবার যেখানে শেষ হয়েছিল ঠিক সেখান থেকেই বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের সূচনা করল দেশের টেবিল টেনিস দল (Indian TT Team)। জয় দিয়ে ২০২২ কমনওয়েলথ গেমস হল পুরুষ ও মহিলা উভয় দলেরই। দাপট দেখালেন মণিকা বাত্রা, শরথ কমল, জি সাতিয়ানরা।

1 / 7
গতবার যেখানে শেষ হয়েছিল ঠিক সেখান থেকেই বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের সূচনা করল দেশের টেবিল টেনিস দল (Indian TT Team)। জয় দিয়ে ২০২২ কমনওয়েলথ গেমস হল পুরুষ ও মহিলা উভয় দলেরই। দাপট দেখালেন মণিকা বাত্রা, শরথ কমল, জি সাতিয়ানরা।

গতবার যেখানে শেষ হয়েছিল ঠিক সেখান থেকেই বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের সূচনা করল দেশের টেবিল টেনিস দল (Indian TT Team)। জয় দিয়ে ২০২২ কমনওয়েলথ গেমস হল পুরুষ ও মহিলা উভয় দলেরই। দাপট দেখালেন মণিকা বাত্রা, শরথ কমল, জি সাতিয়ানরা।

2 / 7
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টিম ইভেন্টের প্রথম সিঙ্গলসে জেতেন মণিকা। ১১-৫, ১১-৩, ১১-২ ব্যবধানে প্রতিপক্ষ মিসফিক কালামকে হারান। পরের সিঙ্গলসে দানিশা জয়বন্ত প্যাটেলকে হারান সৃজা আকুলা।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টিম ইভেন্টের প্রথম সিঙ্গলসে জেতেন মণিকা। ১১-৫, ১১-৩, ১১-২ ব্যবধানে প্রতিপক্ষ মিসফিক কালামকে হারান। পরের সিঙ্গলসে দানিশা জয়বন্ত প্যাটেলকে হারান সৃজা আকুলা।

3 / 7
রিথ টেনিসন এবং সৃজা আকুলা জুটি বেঁধে প্রোটিয়াদের ১১-৭, ১১-৭, ১১-৫ স্ট্রেট সেটে হারিয়ে দেয়। ৩-০তে দক্ষিণ আফ্রিকাকে হারান মণিকারা।

রিথ টেনিসন এবং সৃজা আকুলা জুটি বেঁধে প্রোটিয়াদের ১১-৭, ১১-৭, ১১-৫ স্ট্রেট সেটে হারিয়ে দেয়। ৩-০তে দক্ষিণ আফ্রিকাকে হারান মণিকারা।

4 / 7
গ্রুপ স্টেজের প্রথম ম্যাচে বার্বাডোজকে ৩-০ ব্যবধানে হারিয়েছে ছেলেদের টেবিল টেনিস দল। শরথ কমল ১১-৫, ১১-৫, ১১-৩ ব্যবধানে জেতেন প্রথম সিঙ্গলস ম্যাচ।

গ্রুপ স্টেজের প্রথম ম্যাচে বার্বাডোজকে ৩-০ ব্যবধানে হারিয়েছে ছেলেদের টেবিল টেনিস দল। শরথ কমল ১১-৫, ১১-৫, ১১-৩ ব্যবধানে জেতেন প্রথম সিঙ্গলস ম্যাচ।

5 / 7
 ১১-৪, ১১-৪, ১১-৫ ব্যবধানে দ্বিতীয় সিঙ্গলস জেতেন সাতিয়ান গণেশেখরন।

১১-৪, ১১-৪, ১১-৫ ব্যবধানে দ্বিতীয় সিঙ্গলস জেতেন সাতিয়ান গণেশেখরন।

6 / 7
এরপর ডাবলস ম্যাচ সাতিয়ান-হরমীত জুটি জিতেছে ১১-৯, ১১-৯, ১১-৪।

এরপর ডাবলস ম্যাচ সাতিয়ান-হরমীত জুটি জিতেছে ১১-৯, ১১-৯, ১১-৪।

7 / 7
গ্রুপ ২-তে মেয়েদের টিমের প্রতিপক্ষ ফিজি। ডাবলস জুটি দিয়া চিতালে এবং সৃজা আকুলা ওপেনিং ম্যাচ জিতলেন ১১-৮, ১১-৩, ১১-৫ ব্যবধানে।   সিঙ্গলসে ফিজির প্রতিপক্ষ ক্য়ারোলিন লি-র বিরুদ্ধে ১১-২, ১১-৪, ১১-২ ব্যবধানে জিতলেন মণিকা বাত্রা। সৃজা আকুলা শেষ  সিঙ্গলস ম্যাচ জিততেই কোয়ার্টার ফাইনালে পা রাখল মেয়েদের টেবিল টেনিস দল।

গ্রুপ ২-তে মেয়েদের টিমের প্রতিপক্ষ ফিজি। ডাবলস জুটি দিয়া চিতালে এবং সৃজা আকুলা ওপেনিং ম্যাচ জিতলেন ১১-৮, ১১-৩, ১১-৫ ব্যবধানে। সিঙ্গলসে ফিজির প্রতিপক্ষ ক্য়ারোলিন লি-র বিরুদ্ধে ১১-২, ১১-৪, ১১-২ ব্যবধানে জিতলেন মণিকা বাত্রা। সৃজা আকুলা শেষ সিঙ্গলস ম্যাচ জিততেই কোয়ার্টার ফাইনালে পা রাখল মেয়েদের টেবিল টেনিস দল।

Next Photo Gallery