Bodybuilding: দুই দশক পরে কলকাতায় পূর্বাঞ্চলীয় জাতীয় দেহ সৌষ্ঠব প্রতিযোগিতা
রবিবার কলকাতায় অনুষ্ঠিত হয় ইস্টার্ন ইন্ডিয়া জাতীয় দেহ সৌষ্ঠব (Bodybuilding ) প্রতিযোগিতা। দীর্ঘ দুই দশক পরে কলকাতায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। বিভিন্ন রাজ্যের পুরুষ ও মহিলা প্রতিযোগীরা অংশ নেন। মোট ২৫০ জন প্রতিযোগী অংশ নেয়। বাংলার ছেলে-মেয়েরা ছাড়াও অসম,মণিপুর,বিহার, মিজোরাম, নাগাল্যান্ড সিকিম সহ অন্য রাজ্য থেকে প্রতিযোগীরা এসেছিলেন।