বলিউড স্টার, একটা সময় যাঁরা রীতিমত আত্মহত্যার চেষ্টা করেছিলেন। কেউ শারীরিক অসুস্থার জন্য, কেউ আবার রীতিমত এই পথ বেছে নিতে চেয়েছিলেন ব্যক্তিগত সমস্যার জেরে, সে সম্পর্কই হোক বা কেরিয়ার। তবে সেই কঠিন অধ্যায় পেরিয়ে এখন সকলেই জনপ্রিয়, সফল।
সঞ্জয় দত্ত- জীবনে অনেক কঠিন অধ্যায়ের সাক্ষী থেকেছেন সঞ্জয় দত্ত। তবে যখন তাঁর শরীরে ক্যান্সার ধরা পড়ল তখন তিনি স্থির করেছিলেন চিকিৎসা নয়, এবার তিনি মৃত্যুর পথই বেছে নেবেন।
মিঠুন চক্রবর্তী- কেরিয়ারের শুরুতে বেশ অবসাদে ভুগতেন মিঠুন চক্রবর্তী। একটা সময় তাঁর মনে হতো তিনি তেমন কিঠুই করে উঠতে পারবেন না। নিজেই জানিয়েছিলেন তিনি আত্মহত্যা করতে চেয়েছিলেন একটা সময়।
উরফি জাভেদ- একটা সময় চরম ট্রোল সহ্য করতে পারতেন না উরফি জাভেদ। তিনি স্থির করেছিলেন, জীবন শেষ করে দেবেন। নিজেই জানিয়েছিলেন অভিনেত্রী, বাঁচার ইচ্ছে চলে গিয়েছিল তাঁর। তবে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে শুরু করেন তিনি একটা সময়ের পর।
দীপিকা পাড়ুকোন- একাধিকবার মানসিক অবসাদ নিয়ে মুখ খুলতে দেখা যায় দীপিকা পাড়ুকোনকে। তিনি বারে বারে জানিয়েছিলেন যে একটা সময় মানসিক অবসাদ তাঁকে এমনভাবে গ্রাস করে যে তিনি জীবন শেষ করতে চেয়েছিলেন।
অমিত সাধ- কেবল স্বেচ্ছামৃত্যুর ইচ্ছেই নয়, অভিনেতা একাধিকবার আত্মহত্যার চেষ্টাও করেছিলেন। কাই পো চে ছবির মধ্যে দিয়ে বিটাউনে অভিষেক ঘটে তাঁর। তবে ১৬ থেকে ১৮ বছর বয়সের মধ্যে জীবন শেষ করে দিতে চেয়েছিলেন তিনি।