যতদিন যাচ্ছে ভয়াবহ রূপ ধারণ করছে ফুসফুসের ক্যানসার (Lung Cancer)। পরিসংখ্যান বলছে গত দুই বছরে গোটা দেশে পাঁচ শতাংশ বেড়েছে ফুসফুসের ক্যানসার। কীভাবে বুঝবেন ফুসফুসে বাসা বাঁধছে ক্যানসার? জেনে নিন...
সারাবছর সর্দি কাশি লেগেই থাকে। শীতকাল ও বর্ষাকালে আরও বেশী হয়। তবে কারণ ছাড়াই সারাবছর কাশি এবং ওষুধ খেয়েও তা না কমলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন।
শ্বাসকষ্টজনিত সমস্যাও ফুসফুসে ক্যানসারের কারণ হতে পারে। এই ধরণের সমস্যা হলে অবিলম্বে চিকিৎসকের কাছে যান।
বিভিন্ন কারণে বুকে ব্যথা হতে পারে। তবে দীর্ঘদিন এই ব্যথা হতে থাকলে তা মোটেই ভাল লক্ষণ নয়। হতে পারে আপনার শরীরে ক্যানসার বাসা বাঁধছে।
হঠাৎ কোনও কারণ ছাড়াই ওজন কমে যাওয়া কিন্তু ভাবনার বিষয়। এমনটা হলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন। কোনও কারণ ছাড়াই ওজন কমে যাওয়া ফুসফুস ক্যানসারের অন্যতম লক্ষণ।
ফুসফস ক্যানসারে আক্রান্ত হলে শরীরের বিভিন্ন অংশ হাড়,কাঁধ,হাতে ব্যথা হতে পারে। অনেক সময়ই হাতে-পায়ে তীব্র ব্যথা হয়। এটিকে সাধারণ ব্যথা ভেবে এড়িয়ে গেলেই বিপদ।
অনেক ক্ষেত্রেই ফুসফুসে ক্যানসার দেখা দিলে গলার স্বর ভেঙে যায়। ফুসফুসে ক্যানসার বাসা বাঁধলে তা ভোকাল কর্ডস নিয়ন্ত্রণকারী স্নায়ুকে অচল করে দেয় ফলে গলার স্বরে পরিবর্তন আসে।
ফুসফুসে কর্কট রোগ বাসা বাঁধলে শরীরে ক্লান্তি আসে। এটিকে সাধারণ সমস্যা ভেবে এড়িয়ে গেলে কিন্তু বিপদ। এ ছাড়াও আঙুলের গোড়া ফুলে যাওয়া ফুসফুসের ক্যানসারের অন্যতম লক্ষণ।