Saif Ali Khan-Kareena: বিদ্যার ‘দ্য ডার্টি পিকচার’ ভয়ে দেখতেন না সইফ, ভাবতেন তাঁর স্ত্রী করিনাও যদি…
TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Jan 14, 2023 | 2:00 PM
Bollywood Gossip: বিশেষ করে ২০১১ সালে একের পর এক ছবিতে যেন তিনি-ই হিরো। তারই মধ্যে অন্যতম ছবি হল দ্য ডার্টি পিকচারস। তবে এই জনপ্রিয় ছবি দেখতে নারাজ ছিলেন সইফ আলি খান।
1 / 6
'দ্য ডার্টি পিকচার', বিদ্যা বালান অভিনীত অন্যতম ছবি, যা বিভিন্ন ক্ষেত্রে চর্চিত হয়েছিল। এই ছবিতে সিল্কের (দক্ষিণী অভিনেত্রী সিল্ক স্মিথ, বোল্ড ছবির জন্যই তিনি পরিচিত। তারই বায়োপিক 'দ্য ডার্টি পিকচার') ভূমিকায় অভিনয় করেছিলেন বিদ্যা বালান। সাল ২০০৫-এ প্রথম বিটাউনে পা রেখেছিলেন তিনি।
2 / 6
পরিণীতা ছবির মধ্য দিয়ে তাঁর বিটাউনে অভিষেক হলেও কয়েকবছরের মধ্যেই বিটাউনে রাজত্ব করতে শুরু করেন বিদ্যা বালান। ঝড়ের গতিতে ভাইরাল হয় তাঁর এক একটি ছবি।
3 / 6
বিশেষ করে ২০১১ সালে একের পর এক ছবিতে যেন তিনি-ই হিরো। তারই মধ্যে অন্যতম ছবি হল 'দ্য ডার্টি পিকচার'। তবে এই জনপ্রিয় ছবি দেখতে নারাজ ছিলেন সইফ আলি খান।
4 / 6
তাঁকে বারে বারে ছবিটি দেখতে অনুরোধ করেছিলেন তাঁর স্ত্রী করিনা কাপুর। তবে তিনি তা শুনতে ছিলেন নারাজ। এই ছবির প্রসঙ্গ উঠলেই তিনি এড়িয়ে যেতেন। এই বিষয় কোনও কথাই বলতেন না তিনি।
5 / 6
কারণ হিসেবে করিনা কাপুর জানিয়েছিলেন সইফের মনে একটাই ভয় কাজ করত, তা হল করিনা কাপুরও হয়তো এমন কোনো ছবি করতে চাইবেন। সেই ভয়েই তিনি ছবিটা দেখতে না।
6 / 6
যদিও তিনি প্রথম থেকেই ছকভাঙা চরিত্রে কাজ করতেই বেশি পছন্দ করেন ও সেই ধরনের চরিত্রে একাধিকবার দেখা গিয়েছে তাঁকে। যদিও করিনা কাপুর তার জেরে সমস্যাতেও পড়েছেন।