শিল্পা শেট্টি - শিল্পীর দ্বিতীয় সন্তান শামিসার জন্ম হয় সারোগেসির মাধ্যমে।
শাহরুখ খান - ২০১৩ সালে সারোগেসির মাধ্যমে জন্ম নিয়েছিল শাহরুখ-গৌরীর কনিষ্ঠ সন্তান আব্রাম। সোহেল ও সীমা খানের পরামর্শে তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছিলেন সেই সময়।
সোহেল খান - প্রথম সন্তান নির্বাণের জন্মের পর সোহেল ও তাঁর স্ত্রী সীমা আরও এক সন্তান চেয়েছিলেন। কিন্তু স্বাভাবিকভাবে সেই সন্তান জন্মের সমস্যা দেখা দিয়েছিল। আইভিএফ সারোগেসির মাধ্যমে দ্বিতীয় সন্তান জোভানের জন্ম হয়।
করণ জোহর - করণ একজন সিঙ্গল বাবা। তাঁর দুই সন্তান যশ ও রুহির জন্ম হয় ২০১৭ সালে। করণের সোশ্যাল মিডিয়া আলো করে থাকে এই দুই খুদে। তাঁদের জন্ম হয় সারোগেসির মাধ্যমে।
তুষার কাপুর - করণের মতো তুষারও সিঙ্গল বাবা। তাঁর একমাত্র সন্তান লক্ষ্যর জন্ম হয় সারোগেসির মাধ্যমে। ২০১৬ সালের জুন মাসে জন্ম হয় লক্ষ্যর। একা হাতে ছেলেকে মানুষ করছেন তুষারও।
একতা কাপুর - সারোগেসির মধ্যমে ছেলে রাভির জন্ম দিয়েছিলেন একতা কাপুর। ২০১৯ সালের জানুয়ারিতে জন্ম হয় তারকা সন্তানের।
সানি লিওনি - তিন সন্তানের জননী সানির দুই যমজ পুত্র ও এক কন্যা। ২০১৮ সালে পুত্রদের জন্ম হয় সারোগেসির মাধ্যমে। কন্যাকে তিনি দত্তক নিয়েছেন।
শ্রেয়াস তালপডে - ২০১৮ সালের মে মাসে কন্যা আধ্যার জন্ম হয় অভিনেতা শ্রেয়াস তালপাডের। বিয়ের ১৪ বছর পর সারোগেসির মাধ্যমে কন্যার জন্ম দিয়েছিলেন তাঁরা।