Bollywood Surrogacy Babies: নিক-প্রিয়াঙ্কা ছাড়াও আর কোন বলি তারকার সন্তান জন্মেছে সারোগেসির মাধ্যমে?

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Jan 22, 2022 | 8:37 AM

শুক্রবার (২২.০১.২০২২) মাঝরাতের খুশির খবর। সোশ্যাল মিডিয়ায় প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের পোস্ট। ভূমিষ্ঠ হয়েছে তাঁদের সন্তান। এবং সেই সন্তান পৃথিবীতে এসেছে সারোগেসির মাধ্যমে। কিছুদিন আগে কৃতি শ্যানন অভিনীত 'মিমি' ছবিতেও সারোগেসিকেই করা হয়েছিল মূল উপজীব্য। কিন্তু অনেকেই হয়তো জানেন না, বলি পাড়ার বহু তারকা সন্তানই জন্মেছে সারোগেসির মাধ্যমে।

1 / 8
শিল্পা শেট্টি - শিল্পীর দ্বিতীয় সন্তান শামিসার জন্ম হয় সারোগেসির মাধ্যমে।

শিল্পা শেট্টি - শিল্পীর দ্বিতীয় সন্তান শামিসার জন্ম হয় সারোগেসির মাধ্যমে।

2 / 8
শাহরুখ খান - ২০১৩ সালে সারোগেসির মাধ্যমে জন্ম নিয়েছিল শাহরুখ-গৌরীর কনিষ্ঠ সন্তান আব্রাম। সোহেল ও সীমা খানের পরামর্শে তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছিলেন সেই সময়।

শাহরুখ খান - ২০১৩ সালে সারোগেসির মাধ্যমে জন্ম নিয়েছিল শাহরুখ-গৌরীর কনিষ্ঠ সন্তান আব্রাম। সোহেল ও সীমা খানের পরামর্শে তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছিলেন সেই সময়।

3 / 8
সোহেল খান - প্রথম সন্তান নির্বাণের জন্মের পর সোহেল ও তাঁর স্ত্রী সীমা আরও এক সন্তান চেয়েছিলেন। কিন্তু স্বাভাবিকভাবে সেই সন্তান জন্মের সমস্যা দেখা দিয়েছিল। আইভিএফ সারোগেসির মাধ্যমে দ্বিতীয় সন্তান জোভানের জন্ম হয়।

সোহেল খান - প্রথম সন্তান নির্বাণের জন্মের পর সোহেল ও তাঁর স্ত্রী সীমা আরও এক সন্তান চেয়েছিলেন। কিন্তু স্বাভাবিকভাবে সেই সন্তান জন্মের সমস্যা দেখা দিয়েছিল। আইভিএফ সারোগেসির মাধ্যমে দ্বিতীয় সন্তান জোভানের জন্ম হয়।

4 / 8
করণ জোহর - করণ একজন সিঙ্গল বাবা। তাঁর দুই সন্তান যশ ও রুহির জন্ম হয় ২০১৭ সালে। করণের সোশ্যাল মিডিয়া আলো করে থাকে এই দুই খুদে। তাঁদের জন্ম হয় সারোগেসির মাধ্যমে।

করণ জোহর - করণ একজন সিঙ্গল বাবা। তাঁর দুই সন্তান যশ ও রুহির জন্ম হয় ২০১৭ সালে। করণের সোশ্যাল মিডিয়া আলো করে থাকে এই দুই খুদে। তাঁদের জন্ম হয় সারোগেসির মাধ্যমে।

5 / 8
তুষার কাপুর - করণের মতো তুষারও সিঙ্গল বাবা। তাঁর একমাত্র সন্তান লক্ষ্যর জন্ম হয় সারোগেসির মাধ্যমে। ২০১৬ সালের জুন মাসে জন্ম হয় লক্ষ্যর। একা হাতে ছেলেকে মানুষ করছেন তুষারও।

তুষার কাপুর - করণের মতো তুষারও সিঙ্গল বাবা। তাঁর একমাত্র সন্তান লক্ষ্যর জন্ম হয় সারোগেসির মাধ্যমে। ২০১৬ সালের জুন মাসে জন্ম হয় লক্ষ্যর। একা হাতে ছেলেকে মানুষ করছেন তুষারও।

6 / 8
একতা কাপুর - সারোগেসির মধ্যমে ছেলে রাভির জন্ম দিয়েছিলেন একতা কাপুর। ২০১৯ সালের জানুয়ারিতে জন্ম হয় তারকা সন্তানের।

একতা কাপুর - সারোগেসির মধ্যমে ছেলে রাভির জন্ম দিয়েছিলেন একতা কাপুর। ২০১৯ সালের জানুয়ারিতে জন্ম হয় তারকা সন্তানের।

7 / 8
সানি লিওনি - তিন সন্তানের জননী সানির দুই যমজ পুত্র ও এক কন্যা। ২০১৮ সালে পুত্রদের জন্ম হয় সারোগেসির মাধ্যমে। কন্যাকে তিনি দত্তক নিয়েছেন।

সানি লিওনি - তিন সন্তানের জননী সানির দুই যমজ পুত্র ও এক কন্যা। ২০১৮ সালে পুত্রদের জন্ম হয় সারোগেসির মাধ্যমে। কন্যাকে তিনি দত্তক নিয়েছেন।

8 / 8
শ্রেয়াস তালপডে - ২০১৮ সালের মে মাসে কন্যা আধ্যার জন্ম হয় অভিনেতা শ্রেয়াস তালপাডের। বিয়ের ১৪ বছর পর সারোগেসির মাধ্যমে কন্যার জন্ম দিয়েছিলেন তাঁরা।

শ্রেয়াস তালপডে - ২০১৮ সালের মে মাসে কন্যা আধ্যার জন্ম হয় অভিনেতা শ্রেয়াস তালপাডের। বিয়ের ১৪ বছর পর সারোগেসির মাধ্যমে কন্যার জন্ম দিয়েছিলেন তাঁরা।

Next Photo Gallery