সইফ আলি খানের সঙ্গে বিয়ে নিয়ে রীতিমত জল্পনার শিকার হতে হয়েছিল তাঁকে। ডিভোর্সিকে বিয়ে করলে কেরিয়ার শেষ হয় যাবে। এমনটাই উপদেশ দিয়েছিলেন তিনি। করিনা স্পষ্টই জানিয়ে ছিলেন যে তাঁর কেরিয়ারে এর কোনো প্রভাবই পড়বে না। তিনি প্রমাণ করেন তা।
ক্যাটরিনা কইফ- বলিউড সেলেবদের নিয়ে বিতর্ক হবে না এযেন এক কথায় অসম্ভব। তাই এই বিতর্ক থেকে নিজেকে বাঁচাতে পারেননি ক্যাটরিনাও। একটি ফেক ভিডিয়ো ছড়িয়ে পড়ে সকলের হাতে হাতে। যদিও পরবর্তীতে জানা যায় তা ক্যাটরিনার নয়।
মল্লিকা শেরাওয়াত- একটি ভুয়ো এমএমএস স্ক্যান্ডেলে জড়িয়ে পড়েছিলেন মল্লিকা শেরাওয়াত। মার্ডার ছবি থেকে ভাইরাল হয়েছিলেন তিনি। একটি ভিডিয়ো লিক হয়ে যায় তাঁর ঘনিষ্ঠ মুহূর্তের। যদিও তিনি দাবি করেছিলেন তিনি ভিডিয়োতে থাকা মেয়েটি নন।
রাধিকা আপ্তে- শুটিং শেটে নগ্ন দৃশ্যের ভিডিয়ো সকলের অলক্ষ্যে ভাইরাল হয়ে যায়। সবটা জেনেও কোনওভাবে তা আটকানো সম্ভবপর হয়ে ওঠেনি। ফলে তা হাতে হাতে ভাইরাল হয়ে যায়।
সলমন খান- না এক্ষেত্রে ভিডিয়ো নয়, একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে সর্বত্র। যেখানে একটি মহিলা সলমনকে চড় মারছে বলেই শোনা যায়। যদিও পরবর্তীতে তার সত্যতা প্রমাণ হয়নি।