Friendship Day: বলিউডের অন্দরে কে কার ভাল বন্ধু, ‘বন্ধু দিবস’-এ রইল কিছু অটুট বন্ধুত্বের ছবি

বলিউডের অন্দরে অনেককে বলতে শোনা যায়, সেখানে 'বন্ধুত্ব আসলে পোশাকি'। আজ এর সঙ্গে ওর বন্ধুত্ব, তো কাল তার সঙ্গে ওর। সময়ে-সময়ে পালটাতে দেখা গিয়েছে বন্ধুত্বের সমীকরণ। বন্ধু হয়ে গিয়েছে শত্রু। আবার পরম শত্রুও হাত বাড়িয়ে দিয়েছেন বন্ধুত্বের। তবে বলিউডের মতো জায়গাতেও কিছু তারকা বা ইনসাইডার আছেন, যাঁদের বন্ধুত্বে চির ধরেনি একচুলও। 'বন্ধু দিবস'-এ ছবিতে দেখুন তাঁদের -

| Edited By: | Updated on: Aug 01, 2021 | 1:14 PM
আলিয়া ভাট-শ্রদ্ধা কাপুর-পরিণীতি চোপড়া: তিনজনেরই বলিউডে ডেবিউ হয়েছে একই সময়। তাঁদের মধ্যে প্রতিযোগিতাও আছে বিস্তর। কিন্তু তা সত্ত্বেও ভাল বন্ধুত্ব বজায় রেখেছেন তিনজনেই। সোশ্যাল মিডিয়ায় উঁকি দিলে দেখবেন, তিনজনেই একে-অপরকে কীভাবে বুস্ট আপ করেন।

আলিয়া ভাট-শ্রদ্ধা কাপুর-পরিণীতি চোপড়া: তিনজনেরই বলিউডে ডেবিউ হয়েছে একই সময়। তাঁদের মধ্যে প্রতিযোগিতাও আছে বিস্তর। কিন্তু তা সত্ত্বেও ভাল বন্ধুত্ব বজায় রেখেছেন তিনজনেই। সোশ্যাল মিডিয়ায় উঁকি দিলে দেখবেন, তিনজনেই একে-অপরকে কীভাবে বুস্ট আপ করেন।

1 / 7
আলিয়া ভাট-আকাঙ্ক্ষা রাজন: আলিয়ার সঙ্গে যেমন পরিণীতি ও শ্রদ্ধার বন্ধুত্ব, তেমনই বন্ধুত্ব আকাঙ্ক্ষা রাজনের। তাঁরা 'চাড্ডি বাডি'।

আলিয়া ভাট-আকাঙ্ক্ষা রাজন: আলিয়ার সঙ্গে যেমন পরিণীতি ও শ্রদ্ধার বন্ধুত্ব, তেমনই বন্ধুত্ব আকাঙ্ক্ষা রাজনের। তাঁরা 'চাড্ডি বাডি'।

2 / 7
রণবীর কাপুর-অয়ন মুখোপাধ্যায়: অভিনেতা রণবীর ও পরিচালক অয়নের বন্ধুত্ব বহুচর্চিত। একসঙ্গে কাজ করেছেন বহু ছবিতে। রণবীরের বাবা ঋষি কাপুর তাঁদের 'ব্রোম্যান্স' দেখে একে-অপরকে বিয়ে করার পরামর্শ দিয়েছিলেন।

রণবীর কাপুর-অয়ন মুখোপাধ্যায়: অভিনেতা রণবীর ও পরিচালক অয়নের বন্ধুত্ব বহুচর্চিত। একসঙ্গে কাজ করেছেন বহু ছবিতে। রণবীরের বাবা ঋষি কাপুর তাঁদের 'ব্রোম্যান্স' দেখে একে-অপরকে বিয়ে করার পরামর্শ দিয়েছিলেন।

3 / 7
করিনা কাপুর-করিশ্মা কাপুর-মালাইকা আরোরা-অমৃতা আরোরা: ইন্ডাস্ট্রিতে অনেককিছু বদলেছে, কিন্তু তাঁদের বন্ধুত্ব বদলায়নি। বছরের পর বছর গার্ল বন্ড বেড়েছে। বিপদে-আপদে একে-অপরের সান্নিদ্ধও পেয়েছেন তাঁরা।

করিনা কাপুর-করিশ্মা কাপুর-মালাইকা আরোরা-অমৃতা আরোরা: ইন্ডাস্ট্রিতে অনেককিছু বদলেছে, কিন্তু তাঁদের বন্ধুত্ব বদলায়নি। বছরের পর বছর গার্ল বন্ড বেড়েছে। বিপদে-আপদে একে-অপরের সান্নিদ্ধও পেয়েছেন তাঁরা।

4 / 7
সলমন খান-অজয় দেবগন: 'হাম দিল দে চুকে সানাম' ছবির মুখ্য দু'জন পুরুষ অভিনেতা সলমন খান ও অজয় দেবগন। অনেকেই হয়তো জানেন না, ভাইজানের 'ভাইজান' আসলে অজয় দেবগন। ছোটবেলা থেকেই দু'জনে বেস্টি।

সলমন খান-অজয় দেবগন: 'হাম দিল দে চুকে সানাম' ছবির মুখ্য দু'জন পুরুষ অভিনেতা সলমন খান ও অজয় দেবগন। অনেকেই হয়তো জানেন না, ভাইজানের 'ভাইজান' আসলে অজয় দেবগন। ছোটবেলা থেকেই দু'জনে বেস্টি।

5 / 7
গৌরী খান-সুজান খান: একজনের স্বামী শাহরুখ খান। একজনের প্রাক্তন স্বামী হৃত্বিক রোশন। গৌরী ও সুজানের বন্ধুত্ব বহুদিনের। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যায় তাঁদের বন্ড।

গৌরী খান-সুজান খান: একজনের স্বামী শাহরুখ খান। একজনের প্রাক্তন স্বামী হৃত্বিক রোশন। গৌরী ও সুজানের বন্ধুত্ব বহুদিনের। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যায় তাঁদের বন্ড।

6 / 7
সুহানা খান-অনন্যা পাণ্ডে-শানায়া কাপুর: তিনজনেই স্টার কিড। বড় হয়েছেন একই পরিবেশে। শাহরুখ খানের কন্যা সুহানার সঙ্গে চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা ও সঞ্জয় কাপুরের মেয়ে শানায়ার 'গার্ল বন্ড' মাঝেমধ্যেই নেটদুনিয়ায় ঝড় তোলে।

সুহানা খান-অনন্যা পাণ্ডে-শানায়া কাপুর: তিনজনেই স্টার কিড। বড় হয়েছেন একই পরিবেশে। শাহরুখ খানের কন্যা সুহানার সঙ্গে চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা ও সঞ্জয় কাপুরের মেয়ে শানায়ার 'গার্ল বন্ড' মাঝেমধ্যেই নেটদুনিয়ায় ঝড় তোলে।

7 / 7
Follow Us: