Friendship Day: বলিউডের অন্দরে কে কার ভাল বন্ধু, ‘বন্ধু দিবস’-এ রইল কিছু অটুট বন্ধুত্বের ছবি
বলিউডের অন্দরে অনেককে বলতে শোনা যায়, সেখানে 'বন্ধুত্ব আসলে পোশাকি'। আজ এর সঙ্গে ওর বন্ধুত্ব, তো কাল তার সঙ্গে ওর। সময়ে-সময়ে পালটাতে দেখা গিয়েছে বন্ধুত্বের সমীকরণ। বন্ধু হয়ে গিয়েছে শত্রু। আবার পরম শত্রুও হাত বাড়িয়ে দিয়েছেন বন্ধুত্বের। তবে বলিউডের মতো জায়গাতেও কিছু তারকা বা ইনসাইডার আছেন, যাঁদের বন্ধুত্বে চির ধরেনি একচুলও। 'বন্ধু দিবস'-এ ছবিতে দেখুন তাঁদের -
Most Read Stories