Budget 2024: বাজেটে মন্দির-পর্যটনে জোর, কাশী বিশ্বনাথের আদলে করিডোর দুই মন্দিরে

Sukla Bhattacharjee |

Jul 23, 2024 | 6:02 PM

Budget 2024: নরেন্দ্র মোদীর তৃতীয় দফার সরকারের প্রথম বাজেটে বিভিন্ন মন্দির ও ঐতিহাসিক স্থান চাঙ্গা করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিহারের বিভিন্ন মন্দিরের পরিকাঠামো উন্নয়নে বিশেষ ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এনডিএ জোটের অন্যতম শরিক-রাজ্য বিহারের জন্য ঢালাও আর্থিক প্রতিশ্রুতি ঘোষণার পাশাপাশি পর্যটনেও গতি আনতে বিশেষ ঘোষণা করা হয়েছে।

1 / 8
রাজ্য তথা দেশের অর্থনৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় পর্যটন। সাম্প্রতিককালে এর অন্যতম নজির অযোধ্যার রাম মন্দির। তাই এবারের বাজেটে পর্যটনের উপর বিশেষ জোর দিয়েছে নরেন্দ্র মোদীর সরকার

রাজ্য তথা দেশের অর্থনৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় পর্যটন। সাম্প্রতিককালে এর অন্যতম নজির অযোধ্যার রাম মন্দির। তাই এবারের বাজেটে পর্যটনের উপর বিশেষ জোর দিয়েছে নরেন্দ্র মোদীর সরকার

2 / 8
নরেন্দ্র মোদীর তৃতীয় দফার সরকারের প্রথম বাজেটে বিভিন্ন মন্দির ও ঐতিহাসিক স্থান চাঙ্গা করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিহারের বিভিন্ন মন্দিরের পরিকাঠামো উন্নয়নে বিশেষ ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন

নরেন্দ্র মোদীর তৃতীয় দফার সরকারের প্রথম বাজেটে বিভিন্ন মন্দির ও ঐতিহাসিক স্থান চাঙ্গা করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিহারের বিভিন্ন মন্দিরের পরিকাঠামো উন্নয়নে বিশেষ ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন

3 / 8
এবারের বাজেটে বিহার ও অন্ধ্র প্রদেশের জন্য বিশেষ আর্থিক ঘোষণার পাশাপাশি বিহারের পর্যটনের উন্নয়নে বড় ঘোষণা করেছেন  কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কিন্তু, বাংলার কপালে মেট্রো আর বাণিজ্য সড়ক প্রকল্প ছাড়া কিছুই জোটেনি

এবারের বাজেটে বিহার ও অন্ধ্র প্রদেশের জন্য বিশেষ আর্থিক ঘোষণার পাশাপাশি বিহারের পর্যটনের উন্নয়নে বড় ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কিন্তু, বাংলার কপালে মেট্রো আর বাণিজ্য সড়ক প্রকল্প ছাড়া কিছুই জোটেনি

4 / 8
কাশী বিশ্বনাথ মন্দিরের মডেলে বিহারের বুদ্ধগয়ার মহাবোধি মন্দির এবং বিষ্ণুপদ মন্দিরে করিডোর করার কথা এবং বিশেষ সহায়তা প্রদানের কথা বাজেটে ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন

কাশী বিশ্বনাথ মন্দিরের মডেলে বিহারের বুদ্ধগয়ার মহাবোধি মন্দির এবং বিষ্ণুপদ মন্দিরে করিডোর করার কথা এবং বিশেষ সহায়তা প্রদানের কথা বাজেটে ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন

5 / 8
বিহারের পর্যটনে গতি আনতে  নতুন করে সাজানো হবে বুদ্ধগয়া থেকে হিন্দু ও জৈনদের অন্যতম তীর্থক্ষেত্র রাজগীরকে। একাধিক মন্দিরের উন্নয়ন খাতে বরাদ্দ করার ঘোষণা করেছেন নির্মলা সীতারামন

বিহারের পর্যটনে গতি আনতে নতুন করে সাজানো হবে বুদ্ধগয়া থেকে হিন্দু ও জৈনদের অন্যতম তীর্থক্ষেত্র রাজগীরকে। একাধিক মন্দিরের উন্নয়ন খাতে বরাদ্দ করার ঘোষণা করেছেন নির্মলা সীতারামন

6 / 8
ভারত তথা বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় ছিল নালন্দা। হিউয়েন সাংয়ের মতো চিনা পর্যটকও এখানে এসেছিলেন এবং নালন্দাকে ঘিরে ভারতের নানা গৌরবময় ইতিহাস রয়েছে। তাই এবারের বাজেটে নালন্দার পর্যটনে বিশেষ জোর দেওয়া হয়েছে

ভারত তথা বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় ছিল নালন্দা। হিউয়েন সাংয়ের মতো চিনা পর্যটকও এখানে এসেছিলেন এবং নালন্দাকে ঘিরে ভারতের নানা গৌরবময় ইতিহাস রয়েছে। তাই এবারের বাজেটে নালন্দার পর্যটনে বিশেষ জোর দেওয়া হয়েছে

7 / 8
বিহারের পাশাপাশি ওড়িশার পর্যটনের উন্নয়নেও বিশেষ সহায়তা প্রদান করার কথা ঘোষণা করা হয়েছে বাজেটে। ২১ বছর পর নবীন পট্টনায়েক সরকারকে পরাজিত করে ওড়িশার ক্ষমতায় এসেছে বিজেপি। তাই এবারের বাজেটে ওড়িশার উপর জোর দেওয়া হল বলে মনে করছে রাজনৈতিক মহল

বিহারের পাশাপাশি ওড়িশার পর্যটনের উন্নয়নেও বিশেষ সহায়তা প্রদান করার কথা ঘোষণা করা হয়েছে বাজেটে। ২১ বছর পর নবীন পট্টনায়েক সরকারকে পরাজিত করে ওড়িশার ক্ষমতায় এসেছে বিজেপি। তাই এবারের বাজেটে ওড়িশার উপর জোর দেওয়া হল বলে মনে করছে রাজনৈতিক মহল

8 / 8
সমুদ্র, জঙ্গল ও পাহাড়ের সমাবেশে ঘেরা ওড়িশা। পুরী থেকে শুরু করে দারিংবাড়ি, সিমলিপাল, সীতাকুণ্ড-সহ নানা দ্রষ্টব্য স্থান রয়েছে ওড়িশায়। এছাড়া অনেক স্থানই রয়েছে অনাদরে। সেই সমস্ত স্থানের পর্যটনের প্রসার ঘটাতে ওড়িশা সরকারকে সবরকম সহায়তা দেওয়ার ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী

সমুদ্র, জঙ্গল ও পাহাড়ের সমাবেশে ঘেরা ওড়িশা। পুরী থেকে শুরু করে দারিংবাড়ি, সিমলিপাল, সীতাকুণ্ড-সহ নানা দ্রষ্টব্য স্থান রয়েছে ওড়িশায়। এছাড়া অনেক স্থানই রয়েছে অনাদরে। সেই সমস্ত স্থানের পর্যটনের প্রসার ঘটাতে ওড়িশা সরকারকে সবরকম সহায়তা দেওয়ার ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী

Next Photo Gallery
Brahma and Lord Shiva: পঞ্চানন নন, চতুরানন ব্রহ্মা! কোন অপরাধে বিশ্বস্রষ্টার পঞ্চম মস্তক কাটা যায়? কারণ জানলে চমকে যাবেন
Honey: গরম জলে মধু না মিশিয়ে এভাবে খান, তবেই পাবেন ১০০ খানা উপকার