Air Coolers below Rs 5,000: ৫০০০ টাকারও কম দামে এয়ার কুলার, এই গরমে নিয়ে আসুন বাড়িতে, কোথা থেকে কিনবেন?

Affordable Air Coolers: এয়ার কন্ডিশন বা এসি কেনার খরচ এয়ার কুলারের তুলনায় অনেক বেশি। এদিকে যা গরম পড়ছে তাতে টেকা দায়। তাই সাধ্যের মধ্যে পাঁচ হাজার টাকারও কম দামে কিনে নিতে পারেন এইসব কুলারগুলি।

| Edited By: | Updated on: Apr 09, 2022 | 2:50 PM
এপ্রিলের দাবদাহে আর টিকতে পারছেন না? বাইরে চাঁদিফাটা রোদ, ঘরে ভ্যাপসা গরম, এক অসহনীয় পরিস্থিতি। এদিকে এয়ার কন্ডিশন কেনার খরচ অনেক। তাই সাধ্যের মধ্যে স্বস্তি পেতে চাইলে আপনার হাতের মুঠোয় ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়া হাজির করেছে ৫০০০ টাকারও কম দামের এয়ার কুলার। একনজরে দেখে নিন এই তালিকায় কোন কোম্পানির কোন মডেল রয়েছে।

এপ্রিলের দাবদাহে আর টিকতে পারছেন না? বাইরে চাঁদিফাটা রোদ, ঘরে ভ্যাপসা গরম, এক অসহনীয় পরিস্থিতি। এদিকে এয়ার কন্ডিশন কেনার খরচ অনেক। তাই সাধ্যের মধ্যে স্বস্তি পেতে চাইলে আপনার হাতের মুঠোয় ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়া হাজির করেছে ৫০০০ টাকারও কম দামের এয়ার কুলার। একনজরে দেখে নিন এই তালিকায় কোন কোম্পানির কোন মডেল রয়েছে।

1 / 6
Crompton Ginie Neo(ACGC-PAC10) Tower Air Cooler- এই কুলারের ক্যাপাসিটি ১০ লিটার। অর্থাৎ ১০ লিটার জল ধরবে এই কুলারে। সাদা এবং নীল রঙে পাওয়া যাচ্ছে। আসল দাম ৪৯০০ টাকা। তবে অ্যামাজনে পাওয়া যাচ্ছে ৪৪৯০ টাকায়।

Crompton Ginie Neo(ACGC-PAC10) Tower Air Cooler- এই কুলারের ক্যাপাসিটি ১০ লিটার। অর্থাৎ ১০ লিটার জল ধরবে এই কুলারে। সাদা এবং নীল রঙে পাওয়া যাচ্ছে। আসল দাম ৪৯০০ টাকা। তবে অ্যামাজনে পাওয়া যাচ্ছে ৪৪৯০ টাকায়।

2 / 6
Crompton Ginie Neo Table-Top Personal Air Cooler- এই কুলারের ক্যাপাসিটিও ১০ লিটার। এই কুমারের আসল দামও ৪৯০০ টাকা। তবে অ্যামাজনে পাওয়া যাচ্ছে ৪০৯০ টাকায়। এই এয়ার কুলার থেকে চারটি দিক দিয়ে ঠাণ্ডা হাওয়া বেরোবে। সাদা এবং নীল রঙে পাওয়া যাবে।

Crompton Ginie Neo Table-Top Personal Air Cooler- এই কুলারের ক্যাপাসিটিও ১০ লিটার। এই কুমারের আসল দামও ৪৯০০ টাকা। তবে অ্যামাজনে পাওয়া যাচ্ছে ৪০৯০ টাকায়। এই এয়ার কুলার থেকে চারটি দিক দিয়ে ঠাণ্ডা হাওয়া বেরোবে। সাদা এবং নীল রঙে পাওয়া যাবে।

3 / 6
Vistara Nexa Portable Air Cooler 13 Liters Tower Air Cooler- এই কুলারের আসল দাম ৮৯৯৯ টাকা। অ্যামাজন ইন্ডিয়ার সাইটে এই এয়ার কুলার পাওয়া যাচ্ছে ৪৯৯৯ টাকায়। সাদা রঙে পাওয়া যাবে এই এয়ার কুলার। এর ভিতরে রয়েছে আইস চেম্বার।

Vistara Nexa Portable Air Cooler 13 Liters Tower Air Cooler- এই কুলারের আসল দাম ৮৯৯৯ টাকা। অ্যামাজন ইন্ডিয়ার সাইটে এই এয়ার কুলার পাওয়া যাচ্ছে ৪৯৯৯ টাকায়। সাদা রঙে পাওয়া যাবে এই এয়ার কুলার। এর ভিতরে রয়েছে আইস চেম্বার।

4 / 6
BLUE STAR Astra 10 Litres Personal Air Cooler PA10PMA- এই এয়ার কুলারের ক্যাপাসিটি ১০ লিটার। পাওয়া যাবে সাদা রঙে। মশা এবং ধুলোর জন্য রয়েছে আলাদা স্পেশ্যাল ফিল্টার। এর ভিতরে আইস চেম্বার থাকায় বরফও দিতে পারবেন আপনি। এই এয়ার কুলারের আসল দাম ৬৪৯০ টাকা। কিন্তু অ্যামাজনে পাওয়া যাচ্ছে ৪৭৯৯ টাকায়।

BLUE STAR Astra 10 Litres Personal Air Cooler PA10PMA- এই এয়ার কুলারের ক্যাপাসিটি ১০ লিটার। পাওয়া যাবে সাদা রঙে। মশা এবং ধুলোর জন্য রয়েছে আলাদা স্পেশ্যাল ফিল্টার। এর ভিতরে আইস চেম্বার থাকায় বরফও দিতে পারবেন আপনি। এই এয়ার কুলারের আসল দাম ৬৪৯০ টাকা। কিন্তু অ্যামাজনে পাওয়া যাচ্ছে ৪৭৯৯ টাকায়।

5 / 6
Usha Maxx Air 70MD1 70-Litre Desert Cooler- সাদা এবং কালো রঙে অ্যামাজনে পাওয়া যাচ্ছে ৭০ লিটারের এই কুলার। ৪০০০ টাকায় কেনা যাবে এই কুলার। সিটিব্যাঙ্কের কার্ডে কিনলে ১০ শতাংশ অতিরিক্ত ছাড় পাবেন ক্রেতারা। সেই সঙ্গে থাকছে কে বছরের ওয়ারেন্টি।

Usha Maxx Air 70MD1 70-Litre Desert Cooler- সাদা এবং কালো রঙে অ্যামাজনে পাওয়া যাচ্ছে ৭০ লিটারের এই কুলার। ৪০০০ টাকায় কেনা যাবে এই কুলার। সিটিব্যাঙ্কের কার্ডে কিনলে ১০ শতাংশ অতিরিক্ত ছাড় পাবেন ক্রেতারা। সেই সঙ্গে থাকছে কে বছরের ওয়ারেন্টি।

6 / 6
Follow Us: