AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

নয়া লুকে মাহির চমক

MS Dhoni New Look: প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) নতুন হেয়ারস্টাইল (new hairstyle) দেখেছেন? না দেখলে মিস করবেন। সোশ্যাল মিডিয়ায় (Social Media) ধোনি এখন অতটা অ্যাক্টিভ না থাকলেও তাঁর খুঁটিনাটি খবর মেলে ধোনিপত্নী সাক্ষী (Sakshi Singh Dhoni) ও তাঁর অগণিত ভক্তদের দৌলতে। আজ, শুক্রবার সেলিব্রিটি হেয়ার স্টাইলিস্ট আলিম হাকিম (Aalim Hakim) তাঁর ইন্সটাগ্রামে (Instagram) ধোনির নতুন লুকের ছবি প্রকাশ্যে এনেছেন। মুহূর্তের মধ্যে ভাইরাল ক্যাপ্টেন কুলের সেই ছবি।

| Edited By: | Updated on: Jul 30, 2021 | 1:50 PM
Share
 মহেন্দ্র সিং ধোনির নতুন লুক। নেপথ্যে- সেলিব্রিটি হেয়ার স্টাইলিস্ট আলিম হাকিম। (সৌজন্যে-আলিম হাকিম ইন্সটাগ্রাম)

মহেন্দ্র সিং ধোনির নতুন লুক। নেপথ্যে- সেলিব্রিটি হেয়ার স্টাইলিস্ট আলিম হাকিম। (সৌজন্যে-আলিম হাকিম ইন্সটাগ্রাম)

1 / 5
সেলিব্রিটি হেয়ার স্টাইলিস্ট আলিম হাকিমের সঙ্গে ধোনি। নতুন লুকে মাহিতে কোনও অংশে সেলিব্রিটিদের থেকে কম লাগছে না। (সৌজন্যে-আলিম হাকিম ইন্সটাগ্রাম)

সেলিব্রিটি হেয়ার স্টাইলিস্ট আলিম হাকিমের সঙ্গে ধোনি। নতুন লুকে মাহিতে কোনও অংশে সেলিব্রিটিদের থেকে কম লাগছে না। (সৌজন্যে-আলিম হাকিম ইন্সটাগ্রাম)

2 / 5
নতুন হেয়ার কাটের পাশাপাশি মাহির দাঁড়িতেও চমক রয়েছে। (সৌজন্যে-আলিম হাকিম ইন্সটাগ্রাম)

নতুন হেয়ার কাটের পাশাপাশি মাহির দাঁড়িতেও চমক রয়েছে। (সৌজন্যে-আলিম হাকিম ইন্সটাগ্রাম)

3 / 5
ক্যাপ্টেন কুলের নতুন লুক এক ধাক্কায় তাঁর বয়সও যেন কমিয়ে দিয়েছে।(সৌজন্যে-আলিম হাকিম ইন্সটাগ্রাম)

ক্যাপ্টেন কুলের নতুন লুক এক ধাক্কায় তাঁর বয়সও যেন কমিয়ে দিয়েছে।(সৌজন্যে-আলিম হাকিম ইন্সটাগ্রাম)

4 / 5
সেই মিস্টি হাসি মুখে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন এমএসডি। (সৌজন্যে-আলিম হাকিম ইন্সটাগ্রাম)

সেই মিস্টি হাসি মুখে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন এমএসডি। (সৌজন্যে-আলিম হাকিম ইন্সটাগ্রাম)

5 / 5