‘নো শেভ নভেম্বর’-এ কীভাবে রাখবেন বড় দাড়ি?

 

| Updated on: Nov 23, 2020 | 1:52 PM
গত রাতে ক্রাশ মেসেজে লিখেছে, “রণবীরকে দাড়িটা সেক্সি!” ব্যস পরদিন সকালে ঘুম থেকে উঠে মনে হল দাড়ি রাখবেন। আর এ দিকে ‘নো শেভ নভেম্বর’ ট্রেন্ডিং! এ ভাবে জাস্ট হবে না কিন্তু!
দাড়ি শেভ করা বন্ধ করলেই সুন্দর এক মুখ দাড়ি হয়ে যাবে না। হঠাৎ করে দাড়ি রাখতে গিয়ে বদলে যেতে আপনার লুকস। দাড়ি রাখতে গেলে বাড়াবাড়ি নয় মানে হতে কয়েকটা নিয়ম, ব্যস!

গত রাতে ক্রাশ মেসেজে লিখেছে, “রণবীরকে দাড়িটা সেক্সি!” ব্যস পরদিন সকালে ঘুম থেকে উঠে মনে হল দাড়ি রাখবেন। আর এ দিকে ‘নো শেভ নভেম্বর’ ট্রেন্ডিং! এ ভাবে জাস্ট হবে না কিন্তু! দাড়ি শেভ করা বন্ধ করলেই সুন্দর এক মুখ দাড়ি হয়ে যাবে না। হঠাৎ করে দাড়ি রাখতে গিয়ে বদলে যেতে আপনার লুকস। দাড়ি রাখতে গেলে বাড়াবাড়ি নয় মানে হতে কয়েকটা নিয়ম, ব্যস!

1 / 8
মাথায় রাখুন আপনার জিন-এর উপর নির্ভর করে দাড়ির গ্রোথ। তাই দাড়ির গ্রোথ বুঝে দাড়ি ছোট-বড় করার কথা ভাবুন। কম দাড়িতে ট্রিম করুন। ট্রিমড লুকও কিন্তু বেশ ইন।

মাথায় রাখুন আপনার জিন-এর উপর নির্ভর করে দাড়ির গ্রোথ। তাই দাড়ির গ্রোথ বুঝে দাড়ি ছোট-বড় করার কথা ভাবুন। কম দাড়িতে ট্রিম করুন। ট্রিমড লুকও কিন্তু বেশ ইন।

2 / 8
প্রথম বার দাড়ি বড় রাখছেন। তাহলে ১-২ মাস দাড়ি একেবারে কাটবেন না। উসকো-খুসকো লাগতে পারে। বিয়ার্ড ওয়েল ব্যাবহারে সে সমস্যা মিটবে। ধৈর্য্য ধরতে হবে। ট্রিম করবেন না। দাড়ির গ্রোথ কমে যাবে।

প্রথম বার দাড়ি বড় রাখছেন। তাহলে ১-২ মাস দাড়ি একেবারে কাটবেন না। উসকো-খুসকো লাগতে পারে। বিয়ার্ড ওয়েল ব্যাবহারে সে সমস্যা মিটবে। ধৈর্য্য ধরতে হবে। ট্রিম করবেন না। দাড়ির গ্রোথ কমে যাবে।

3 / 8
এক-দু’মাস পর ট্রিম করবেন। স্যালোঁতে গিয়ে সেট এবং বিয়ার্ড লুক সেট করুন। শেপ ও লেন্থ ঠিক করুন। গালের যে যে অংশে দাড়ি গজানো শুরু হচ্ছে সেখানে ক্লিন শেভ করিয়ে নিন।  দু়’তিন দিন অন্তর শেভ করুন সে অংশগুলোয়। ৪-৫ দিন অন্তরও ট্রিম করতে পারেন।

এক-দু’মাস পর ট্রিম করবেন। স্যালোঁতে গিয়ে সেট এবং বিয়ার্ড লুক সেট করুন। শেপ ও লেন্থ ঠিক করুন। গালের যে যে অংশে দাড়ি গজানো শুরু হচ্ছে সেখানে ক্লিন শেভ করিয়ে নিন। দু়’তিন দিন অন্তর শেভ করুন সে অংশগুলোয়। ৪-৫ দিন অন্তরও ট্রিম করতে পারেন।

4 / 8
বিয়ার্ড অয়েল ব্যবহার করতে পারেন। কিন্তু মনে রাখবেন বিয়ার্ড অয়েলের ফলে দাড়ি ময়েশ্চারাইজ হয়। এই তেল লাগালে গালে প্রচুর দাড়ি গজাবে এটা কিন্তু একেবারে ভুল। গোঁফ-দাড়ি গজাতে সাহায্য করে পেঁয়াজের রস। কারণ তাতে সালফার থাকে। সপ্তাহে তিন দিন পেঁয়াজের রস লাগাতে পারেন।

বিয়ার্ড অয়েল ব্যবহার করতে পারেন। কিন্তু মনে রাখবেন বিয়ার্ড অয়েলের ফলে দাড়ি ময়েশ্চারাইজ হয়। এই তেল লাগালে গালে প্রচুর দাড়ি গজাবে এটা কিন্তু একেবারে ভুল। গোঁফ-দাড়ি গজাতে সাহায্য করে পেঁয়াজের রস। কারণ তাতে সালফার থাকে। সপ্তাহে তিন দিন পেঁয়াজের রস লাগাতে পারেন।

5 / 8
ত্বকের যত্ন নেওয়ার মতো দাড়ির যত্নও প্রয়োজন। নিয়মিত শ্যাম্পু করুন। বিয়ার্ড ওয়াশও ব্যবহার করতে পারেন।

ত্বকের যত্ন নেওয়ার মতো দাড়ির যত্নও প্রয়োজন। নিয়মিত শ্যাম্পু করুন। বিয়ার্ড ওয়াশও ব্যবহার করতে পারেন।

6 / 8
চিরুনি নিয়মিত ব্যবহার করুন। তবে দাড়ি আঁচড়ানোর চিরুনি। এতে দাড়ি সমান থাকবে। একই ভাবে মনে রাখবেন চুলের ট্রিমার নয়। দাড়ির ছাঁট ঠিক রাখতে ব্যবহার করুন বিয়ার্ড ট্রিমার।

চিরুনি নিয়মিত ব্যবহার করুন। তবে দাড়ি আঁচড়ানোর চিরুনি। এতে দাড়ি সমান থাকবে। একই ভাবে মনে রাখবেন চুলের ট্রিমার নয়। দাড়ির ছাঁট ঠিক রাখতে ব্যবহার করুন বিয়ার্ড ট্রিমার।

7 / 8
খাদ্যতালিকাতেও যোগ করুন ভিটামিন সি ও বি কমপ্লেক্সের খাবার। দাড়ির ঘনত্ব বাড়বে।

খাদ্যতালিকাতেও যোগ করুন ভিটামিন সি ও বি কমপ্লেক্সের খাবার। দাড়ির ঘনত্ব বাড়বে।

8 / 8
Follow Us: