Castor Oil: শীতে রুক্ষ উড়ো চুল বিরক্ত করছে? এভাবে ক্যাস্টর অয়েল ব্যবহার করুন
TV9 Bangla Digital | Edited By: megha
Nov 15, 2022 | 5:48 AM
Winter Hair Problem: রূপচর্চার দুনিয়ায় ক্যাস্টর অয়েল সবার কাছে খুব পরিচিত। প্রোটিন, ভিটামিন ই আর মিনারেলে সমৃদ্ধ ক্যাস্টর অয়েল। কিন্তু কোন পাঁচ কারণে আপনি এই তেল ব্যবহার করবেন, চলুন জেনে নেওয়া যাক...
1 / 6
রূপচর্চার দুনিয়ায় ক্যাস্টর অয়েল সবার কাছে খুব পরিচিত। প্রোটিন, ভিটামিন ই আর মিনারেলে সমৃদ্ধ ক্যাস্টর অয়েল। কিন্তু কোন পাঁচ কারণে আপনি এই তেল ব্যবহার করবেন, চলুন জেনে নেওয়া যাক...
2 / 6
শীতে চুল তাড়াতাড়ি আর্দ্রতা হারায়। চুলের আর্দ্রভাব ধরে রাখতে ক্যাস্টর অয়েল ব্যবহার করুন। এই তেল চুলের গভীরে গিয়ে আর্দ্রতা ধরে রাখে। এতে চুল কোমল ও উজ্জ্বল দেখায়।
3 / 6
শীতে রুক্ষ উড়ো চুলের সমস্যা বেশি দেখা যায়। এক্ষেত্রে দারুণ কার্যকর ক্যাস্টর অয়েল। নারকেল তেলের সঙ্গে কয়েক ফোঁটা ক্যাস্টর অয়েল মিশিয়ে নিয়ে চুলে লাগান। তাহলে কাজ হবে।
4 / 6
চুলের বৃদ্ধি ঘটাতেও ক্যাস্টর অয়েলের জুড়ি মেলা ভার। ক্যাস্টর অয়েলের মধ্যে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড রয়েছে যা চুলের ফলিকল মজবুত করে। এতে চুল পড়া কমে এবং চুলের বৃদ্ধি ঘটে।
5 / 6
দূষণের কারণে এখন চুলে সহজেই পাক ধরে যায়। সাদা চুলের সমস্যা প্রতিরোধ করতে চুলে ক্যাস্টর অয়েল লাগান। জোজোবা তেল বা নারকেল তেলের সঙ্গে ক্যাস্টর অয়েল মিশিয়ে প্রতিদিন মাখুন। দেখবেন সাদা চুল আবার কালো হয়ে গিয়েছে।
6 / 6
চোখ ও ভুরু পল্লব ঘন করতেও আপনি ক্যাস্টর অয়েল ব্যবহার করতে পারেন। রাতে ঘুমনোর আগে রোজ চোখ ও ভুরু পল্লবে ক্যাস্টর অয়েল লাগান। দেখবেন কিছু দিনের মধ্যে আপনার ভুরু পল্লব ও চোখের পাতা ঘন দেখাচ্ছে।