Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Daughter’s Love: বাবা-মায়ের পরীরা, টলি থেকে বলি ‘কন্যা দিবস’-এ সেলেবদের আদুরে পোস্ট

প্রত্যেক বছর ২৬ সেপ্টেম্বর পালিত হয় 'কন্যা দিবস'। কিন্তু এখনও কন্যা সন্তান জন্মালে দেশের বহু বাবা-মা খুশি হন না। যদিও সময় অনেকটাই পালটেছে। এখন কন্যাদের মাথায় করে রাখেন বাবা-মায়েরা। এদিন টলিউড-বলিউড মিলিয়ে বহু সেলেব তাঁদের কন্যাদের নিয়ে আবেগঘন ছবি পোস্ট করেছেন। দেখলে আপনার মন ভাল হয়ে যাবে।

| Edited By: | Updated on: Sep 27, 2021 | 3:31 PM
অক্ষয় কুমার—কন্যা নিতারার সঙ্গে নানা মুহূর্তের স্মৃতি পোস্ট করে অক্ষয় লিখেছেন, কন্যার জড়িয়ে ধরার চেয়ে বড় সুখ এই পৃথিবীতে আর কিছু নেই। ২৫ সেপ্টেম্বর ছিল নিতারার জন্মদিন। পরদিনই কন্যা দিবস। মেয়ের সঙ্গে ছবির কোলাজ শেয়ার করেছেন 'ইন্টারন্যাশনাল খিলাড়ি'।

অক্ষয় কুমার—কন্যা নিতারার সঙ্গে নানা মুহূর্তের স্মৃতি পোস্ট করে অক্ষয় লিখেছেন, কন্যার জড়িয়ে ধরার চেয়ে বড় সুখ এই পৃথিবীতে আর কিছু নেই। ২৫ সেপ্টেম্বর ছিল নিতারার জন্মদিন। পরদিনই কন্যা দিবস। মেয়ের সঙ্গে ছবির কোলাজ শেয়ার করেছেন 'ইন্টারন্যাশনাল খিলাড়ি'।

1 / 9
মনোজ বাজপেয়ী—স্ত্রী ও কন্যার সঙ্গে ফ্যামিলি ছবি শেয়ার করেছেন অভিনেতা মনোজ বাজপেয়ী। মজা করে লিখেছেন, "চশমা পরা মনস্টার আসলে বাবার ডার্লিং। তোমাকে খুবই ভালবাসি। হ্যাপি ডটার্স ডে।"

মনোজ বাজপেয়ী—স্ত্রী ও কন্যার সঙ্গে ফ্যামিলি ছবি শেয়ার করেছেন অভিনেতা মনোজ বাজপেয়ী। মজা করে লিখেছেন, "চশমা পরা মনস্টার আসলে বাবার ডার্লিং। তোমাকে খুবই ভালবাসি। হ্যাপি ডটার্স ডে।"

2 / 9
পঙ্কজ ত্রিপাঠী—কন্যা অন্তঃপ্রাণ অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। মেয়ের সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন তিনিও।

পঙ্কজ ত্রিপাঠী—কন্যা অন্তঃপ্রাণ অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। মেয়ের সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন তিনিও।

3 / 9
অর্জুন রামপাল—দুই মেয়ের সঙ্গে একটি দারুণ ছবি শেয়ার করেছেন অর্জুন রামপাল। ক্যাপশনে লিখেছেন, "আমার মেয়েরা। আমার কন্যারা। তোমরা আমার সেরা উপহার। আমি ভাগ্যবান..."

অর্জুন রামপাল—দুই মেয়ের সঙ্গে একটি দারুণ ছবি শেয়ার করেছেন অর্জুন রামপাল। ক্যাপশনে লিখেছেন, "আমার মেয়েরা। আমার কন্যারা। তোমরা আমার সেরা উপহার। আমি ভাগ্যবান..."

4 / 9
কপিল শর্মা—মেয়ে আনায়রার তিনটি সুন্দর ছবি পোস্ট করেছেন কপিল। তিনি মনে করেন, কন্যার পিতা হওয়া অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার। সেই কথাই কপিল উল্লেখ করেছেন হ্যাশট্যাগে।

কপিল শর্মা—মেয়ে আনায়রার তিনটি সুন্দর ছবি পোস্ট করেছেন কপিল। তিনি মনে করেন, কন্যার পিতা হওয়া অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার। সেই কথাই কপিল উল্লেখ করেছেন হ্যাশট্যাগে।

5 / 9
অরিন্দম শীল—কন্যার সঙ্গে আবেগঘন ছবি পোস্ট করেছেন পরিচালক ও অভিনেতা অরিন্দম শীলও। ক্যাপশনে লিখেছেন, "তোমার মতো কন্যা পাওয়ার চেয়ে বড় আশীর্বাদ নেই। সবসময় নিজের মাথা উঁচু করে চলবে আর মুখে হাসি মাখিয়ে রাখবে। ঈশ্বরের কাছে তোমার সুস্থ ও সাফল্যময় জীবন কামনা করি।"

অরিন্দম শীল—কন্যার সঙ্গে আবেগঘন ছবি পোস্ট করেছেন পরিচালক ও অভিনেতা অরিন্দম শীলও। ক্যাপশনে লিখেছেন, "তোমার মতো কন্যা পাওয়ার চেয়ে বড় আশীর্বাদ নেই। সবসময় নিজের মাথা উঁচু করে চলবে আর মুখে হাসি মাখিয়ে রাখবে। ঈশ্বরের কাছে তোমার সুস্থ ও সাফল্যময় জীবন কামনা করি।"

6 / 9
কনীনিকা বন্দ্যোপাধ্যায়—বাঙালি অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায় তাঁর কন্যা কিয়াকে নিয়ে একটি ফ্যামিলি আউটিংয়ে বেরিয়েছিলেন। পরিবারের সকলেই উপস্থিত ছিল সেখানে। কন্যা দিবস স্পেশ্যাল ছিল সেই আউটিং। সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করেছেন কনীনিকা। মধ্যমণি অবশ্যই কিয়া।

কনীনিকা বন্দ্যোপাধ্যায়—বাঙালি অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায় তাঁর কন্যা কিয়াকে নিয়ে একটি ফ্যামিলি আউটিংয়ে বেরিয়েছিলেন। পরিবারের সকলেই উপস্থিত ছিল সেখানে। কন্যা দিবস স্পেশ্যাল ছিল সেই আউটিং। সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করেছেন কনীনিকা। মধ্যমণি অবশ্যই কিয়া।

7 / 9
অর্জুন চক্রবর্তী—মেয়ের সঙ্গে ছবি পোস্ট করেছেন টলি অভিনেতা অর্জুন চক্রবর্তীও। লিখেছেন, "হ্যাপি ডটার্স ডে বেবি। তুমি আরও বড় হওয়ার আগে তোমাকে আরও ভালবাসতে চাই।"

অর্জুন চক্রবর্তী—মেয়ের সঙ্গে ছবি পোস্ট করেছেন টলি অভিনেতা অর্জুন চক্রবর্তীও। লিখেছেন, "হ্যাপি ডটার্স ডে বেবি। তুমি আরও বড় হওয়ার আগে তোমাকে আরও ভালবাসতে চাই।"

8 / 9
শাশ্বত চট্টোপাধ্যায়—কন্যার সঙ্গে 'কন্যা দিবস'-এ ছবির কোলাজ শেয়ার করেছেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ও। লিখেছেন, "তুমি আমার নয়নের মণি। তোমার মনটা সবচেয়ে নরম।"

শাশ্বত চট্টোপাধ্যায়—কন্যার সঙ্গে 'কন্যা দিবস'-এ ছবির কোলাজ শেয়ার করেছেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ও। লিখেছেন, "তুমি আমার নয়নের মণি। তোমার মনটা সবচেয়ে নরম।"

9 / 9
Follow Us: