Budget 2024: ১ ফেব্রুয়ারি বাজেট, আয়-ব্যায়ের অ-আ-ক-খ কী, বুঝে নিন ছবিতে
ঈপ্সা চ্যাটার্জী |
Jan 24, 2024 | 2:01 PM
Budget 2024: যেহেতু চলতি বছরই লোকসভা নির্বাচন রয়েছে, তাই ১ বছরের জন্য বাজেট তৈরি করবে না সরকার। সাময়িকভাবে কয়েক মাসের জন্য এই বাজেট তৈরি করা হবে। একে অন্তর্বর্তী বাজেট বা ভোট অন অ্যাকাউন্ট বাজেটও বলা হয়।
1 / 10
আর দিন কয়েক পরেই পেশ হতে চলেছে বাজেট। প্রতি বছরের মতো এ বছরও ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তবে এবারের বাজেট কিছুটা আলাদা।
2 / 10
যেহেতু চলতি বছরই লোকসভা নির্বাচন রয়েছে, তাই ১ বছরের জন্য বাজেট তৈরি করবে না সরকার। সাময়িকভাবে কয়েক মাসের জন্য এই বাজেট তৈরি করা হবে। একে অন্তর্বর্তী বাজেট বা ভোট অন অ্যাকাউন্ট বাজেটও বলা হয়।
3 / 10
বাজেট শব্দটির সঙ্গে পরিচিত হলেও, বাজেটের এ,বি,সি,ডি সম্পর্কে অনেকেই জানেন না। দৈনন্দিন খরচ থেকে বেতন, কর, মূল্যবৃদ্ধি-সবই বাজেটের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই বাজেটের এই তথ্যগুলি না জানলেই নয়।
4 / 10
ব্যালেন্স অব পেমেন্ট- কোনও একচি দেশের সঙ্গে বাকি বিশ্বের আর্থিক লেনদেনের হিসাবকেই বলা হয় ব্যালেন্স অব পেমেন্ট।
5 / 10
ব্যালেন্স বাজেট- যখন দেশের আয়ের সমান হয় খরচ, তখন সেই বাজেটকে ব্যালেন্স বাজেট বলা হয়।
6 / 10
বাজেট ডেফিসিট- বাজেট ডেফিসিট বা বাজেট ঘাটতি হল যখন আপনার আয়ের থেকে খরচ বেশি হয়। সরকারের আয়-ব্যায়ের হিসাবে যখন আয়ের তুলনায় খরচ বেশি হয়, তখন তাকে বাজেট ঘাটতি বলে।
7 / 10
সেন্ট্রাল ভ্যালু অ্যাডেড ট্যাক্স- এটি এক ধরনের কেন্দ্রীয় কর, যা উৎপাদনকারীদের দিতে হয়। ২০০০-২০০১ সাল থেকে এই কর চালু করা হয়েছে।
8 / 10
কর্পোরেট ট্যাক্স- একটি নির্দিষ্ট অঙ্কের উপরে আয়ের ক্ষেত্রে যেমন দেশের নাগরিকদের আয়কর দিতে হয়, তেমনই কর্পোরেট সংস্থা বা ফার্মের উপরও কর বসানো হয়। এটিকে কর্পোরেট ট্যাক্স বলা হয়।
9 / 10
বন্ড- ঋণ নেওয়ার জন্য সরকারের তরফে বন্ড দেওয়া হয়। এর উপরে সুদও আরোপ করা হয়।
10 / 10
সেলস ট্যাক্স- কোনও পণ্য বিক্রির ক্ষেত্রে সরকারকে যে কর দিতে হয়, তাকে বিক্রয় কর বা সেলস ট্যাক্স বলা হয়। তবে বর্তমানে বিক্রয় করের পরিবর্তে জিএসটি চালু হয়েছে।