Premier League: টানা দ্বিতীয় জয়ে পয়েন্ট তালিকার মগডালে সিটি

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Aug 14, 2022 | 2:53 PM

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ইতিহাদ স্টেডিয়ামে ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City) নেমেছিল বর্নমাউথের (Bournemouth) মুখে। মরসুমের শুরুটা ওয়েস্ট হ্যামকে হারিয়ে করেছিল ম্যান সিটি। দ্বিতীয় ম্যাচে ৪ গোলে বর্নমাউথকে হারিয়ে শীর্ষস্থান ধরে রাখল পেপ গুয়ার্দিওলার ছেলেরা।

1 / 5
ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ইতিহাদ স্টেডিয়ামে ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City) নেমেছিল বর্নমাউথের (Bournemouth) মুখে। মরসুমের শুরুটা ওয়েস্ট হ্যামকে হারিয়ে করেছিল ম্যান সিটি। দ্বিতীয় ম্যাচে ৪ গোলে বর্নমাউথকে হারিয়ে শীর্ষস্থান ধরে রাখল পেপ গুয়ার্দিওলার ছেলেরা। উল্লেখ্য, চলতি মরসুমটা প্রিমিয়ার লিগের ৩০তম বছর। (ছবি-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ইতিহাদ স্টেডিয়ামে ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City) নেমেছিল বর্নমাউথের (Bournemouth) মুখে। মরসুমের শুরুটা ওয়েস্ট হ্যামকে হারিয়ে করেছিল ম্যান সিটি। দ্বিতীয় ম্যাচে ৪ গোলে বর্নমাউথকে হারিয়ে শীর্ষস্থান ধরে রাখল পেপ গুয়ার্দিওলার ছেলেরা। উল্লেখ্য, চলতি মরসুমটা প্রিমিয়ার লিগের ৩০তম বছর। (ছবি-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

2 / 5
১৯ মিনিটের মাথায় আর্লিং হালান্ডের পাস থেকে বর্নমাউথের বিরুদ্ধে প্রথম গোল করেন ম্যান সিটির ইল্কে গুন্দোগান (Ilkay Gundogan)। (ছবি-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

১৯ মিনিটের মাথায় আর্লিং হালান্ডের পাস থেকে বর্নমাউথের বিরুদ্ধে প্রথম গোল করেন ম্যান সিটির ইল্কে গুন্দোগান (Ilkay Gundogan)। (ছবি-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

3 / 5
শুরুতেই ১-০ পিছিয়ে যাওয়ার পর, ম্যাচের ৩১ মিনিটের মাথায় ফিল ফডেনের পাস থেকে ম্যান সিটির হয়ে দ্বিতীয় গোল করেন কেভিন ডি ব্রুইন (Kevin de Bruyne)। (ছবি-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

শুরুতেই ১-০ পিছিয়ে যাওয়ার পর, ম্যাচের ৩১ মিনিটের মাথায় ফিল ফডেনের পাস থেকে ম্যান সিটির হয়ে দ্বিতীয় গোল করেন কেভিন ডি ব্রুইন (Kevin de Bruyne)। (ছবি-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

4 / 5
বর্নমাউথের বিরুদ্ধে ফডেন-ব্রুইনদের মধ্যে বোঝাপড়া বেশ ভালো ছিল। প্রথমে ব্রুইনকে অ্যাসিস্ট করেছিলেন ফডেন। এরপর ৩৭ মিনিটের মাথায় কেভিন ডি ব্রুইনের পাস থেকে বল জালে জড়ান ফিল ফডেন (Phil Foden)। (ছবি-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

বর্নমাউথের বিরুদ্ধে ফডেন-ব্রুইনদের মধ্যে বোঝাপড়া বেশ ভালো ছিল। প্রথমে ব্রুইনকে অ্যাসিস্ট করেছিলেন ফডেন। এরপর ৩৭ মিনিটের মাথায় কেভিন ডি ব্রুইনের পাস থেকে বল জালে জড়ান ফিল ফডেন (Phil Foden)। (ছবি-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

5 / 5
৭৯ মিনিটের মাথায় জেফারসন লেরমার আত্মঘাতী গোলে ম্যাঞ্চেস্টার সিটি এগিয়ে যায় ৪-০। এই নিয়ে পরপর দুটো ম্যাচে জিতল পেপ গুয়ার্দিওলার ছেলেরা। (ছবি-প্রিমিয়ার লিগ টুইটার)

৭৯ মিনিটের মাথায় জেফারসন লেরমার আত্মঘাতী গোলে ম্যাঞ্চেস্টার সিটি এগিয়ে যায় ৪-০। এই নিয়ে পরপর দুটো ম্যাচে জিতল পেপ গুয়ার্দিওলার ছেলেরা। (ছবি-প্রিমিয়ার লিগ টুইটার)

Next Photo Gallery