Urfi Javed: নিম্নাঙ্গে নেই কোনও অন্তর্বাস, রাস্তায় এই ভাবেই ঘুরে বেড়ালেন উরফি, জুটল ধিক্কার
TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস
Aug 14, 2022 | 3:03 PM
Urfi Javed: কখনও সুতো, কখনও ব্লেডের পোশাক। উরফি জাভেদ মানেই অদ্ভুতুড়ে আউটফিটে ধরা দিয়েছেন এযাবৎ। তবে এবার যেন এ সব কিছুকেই ছাপিয়ে গেলেন তিনি। পোশাক পরলেন তবে পরলেন না নিম্নাঙ্গে অন্তর্বাস। হলেন সমালোচিতও।
1 / 6
কখনও সুতো, কখনও ব্লেডের পোশাক। উরফি জাভেদ মানেই অদ্ভুতুড়ে আউটফিটে ধরা দিয়েছেন এযাবৎ। তবে এবার যেন এ সব কিছুকেই ছাপিয়ে গেলেন তিনি। পোশাক পরলেন তবে পরলেন না নিম্নাঙ্গে অন্তর্বাস। হলেন সমালোচিতও।
2 / 6
পরেছিলেন চকচকে সিলভার টপ সঙ্গে থাই-হাই স্লিট স্কার্ট। স্লিট পোশাকে পরতে হয় খুব সাবধানে। একটু এদিক ওদিক হলেই সম্ভাবনা থাকে সর্বসমক্ষে অপদস্থ হওয়ার।
3 / 6
কিন্তু উরফি কোনও নিষেধ মানেন না। মানেন না কোনও বাধাও। তাই ওই 'রিস্ক' পোশাকেও অন্তর্বাসকে বিদায় জানালেন তিনি। ক্যামেরার সামনে পোজও দিলেন হাসিমুখে।
4 / 6
ট্রোলিং কিন্তু থামল না। কটাক্ষের মুখোমুখি হতে হল তাঁকে। কী করে এমন পোশাকে তিনি রাস্তায় বের হতে পারেন তা নিয়ে উঠল হাজারও প্রশ্ন।
5 / 6
ট্রোলিং কিন্তু থামল না। কটাক্ষের মুখোমুখি হতে হল তাঁকে। কী করে এমন পোশাকে তিনি রাস্তায় বের হতে পারেন তা নিয়ে উঠল হাজারও প্রশ্ন।
6 / 6
ট্রোলিং কিন্তু থামল না। কটাক্ষের মুখোমুখি হতে হল তাঁকে। কী করে এমন পোশাকে তিনি রাস্তায় বের হতে পারেন তা নিয়ে উঠল হাজারও প্রশ্ন।