Urfi Javed: নিম্নাঙ্গে নেই কোনও অন্তর্বাস, রাস্তায় এই ভাবেই ঘুরে বেড়ালেন উরফি, জুটল ধিক্কার

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Aug 14, 2022 | 3:03 PM

Urfi Javed: কখনও সুতো, কখনও ব্লেডের পোশাক। উরফি জাভেদ মানেই অদ্ভুতুড়ে আউটফিটে ধরা দিয়েছেন এযাবৎ। তবে এবার যেন এ সব কিছুকেই ছাপিয়ে গেলেন তিনি। পোশাক পরলেন তবে পরলেন না নিম্নাঙ্গে অন্তর্বাস। হলেন সমালোচিতও।

1 / 6
কখনও সুতো, কখনও ব্লেডের পোশাক। উরফি জাভেদ মানেই অদ্ভুতুড়ে আউটফিটে ধরা দিয়েছেন এযাবৎ। তবে এবার যেন এ সব কিছুকেই ছাপিয়ে গেলেন তিনি। পোশাক পরলেন তবে পরলেন না নিম্নাঙ্গে অন্তর্বাস। হলেন সমালোচিতও।

কখনও সুতো, কখনও ব্লেডের পোশাক। উরফি জাভেদ মানেই অদ্ভুতুড়ে আউটফিটে ধরা দিয়েছেন এযাবৎ। তবে এবার যেন এ সব কিছুকেই ছাপিয়ে গেলেন তিনি। পোশাক পরলেন তবে পরলেন না নিম্নাঙ্গে অন্তর্বাস। হলেন সমালোচিতও।

2 / 6
পরেছিলেন চকচকে সিলভার টপ সঙ্গে থাই-হাই স্লিট স্কার্ট। স্লিট পোশাকে পরতে হয় খুব সাবধানে। একটু এদিক ওদিক হলেই সম্ভাবনা থাকে সর্বসমক্ষে অপদস্থ হওয়ার।

পরেছিলেন চকচকে সিলভার টপ সঙ্গে থাই-হাই স্লিট স্কার্ট। স্লিট পোশাকে পরতে হয় খুব সাবধানে। একটু এদিক ওদিক হলেই সম্ভাবনা থাকে সর্বসমক্ষে অপদস্থ হওয়ার।

3 / 6
কিন্তু উরফি কোনও নিষেধ মানেন না। মানেন না কোনও বাধাও। তাই ওই 'রিস্ক' পোশাকেও অন্তর্বাসকে বিদায় জানালেন তিনি। ক্যামেরার সামনে পোজও দিলেন হাসিমুখে।

কিন্তু উরফি কোনও নিষেধ মানেন না। মানেন না কোনও বাধাও। তাই ওই 'রিস্ক' পোশাকেও অন্তর্বাসকে বিদায় জানালেন তিনি। ক্যামেরার সামনে পোজও দিলেন হাসিমুখে।

4 / 6
ট্রোলিং কিন্তু থামল না। কটাক্ষের মুখোমুখি হতে হল তাঁকে। কী করে এমন পোশাকে তিনি রাস্তায় বের হতে পারেন তা নিয়ে উঠল হাজারও প্রশ্ন।

ট্রোলিং কিন্তু থামল না। কটাক্ষের মুখোমুখি হতে হল তাঁকে। কী করে এমন পোশাকে তিনি রাস্তায় বের হতে পারেন তা নিয়ে উঠল হাজারও প্রশ্ন।

5 / 6
ট্রোলিং কিন্তু থামল না। কটাক্ষের মুখোমুখি হতে হল তাঁকে। কী করে এমন পোশাকে তিনি রাস্তায় বের হতে পারেন তা নিয়ে উঠল হাজারও প্রশ্ন।

ট্রোলিং কিন্তু থামল না। কটাক্ষের মুখোমুখি হতে হল তাঁকে। কী করে এমন পোশাকে তিনি রাস্তায় বের হতে পারেন তা নিয়ে উঠল হাজারও প্রশ্ন।

6 / 6
ট্রোলিং কিন্তু থামল না। কটাক্ষের মুখোমুখি হতে হল তাঁকে। কী করে এমন পোশাকে তিনি রাস্তায় বের হতে পারেন তা নিয়ে উঠল হাজারও প্রশ্ন।

ট্রোলিং কিন্তু থামল না। কটাক্ষের মুখোমুখি হতে হল তাঁকে। কী করে এমন পোশাকে তিনি রাস্তায় বের হতে পারেন তা নিয়ে উঠল হাজারও প্রশ্ন।

Next Photo Gallery