Premier League: জেসুসের জোড়া গোল, জয়ের ধারা অব্যাহত আর্সেনালের
Arsenal vs Leicester City : ম্যাঞ্চেস্টার সিটি ছেড়ে আর্সেনালে যোগ দিয়ে জাদু ছড়াচ্ছেন ব্রাজিলিয়ান তারকা গ্যাব্রিয়েল জেসুস (Gabriel Jesus)। শনিবার রাতে লেস্টার সিটিকে ৪-২ গোলে হারিয়ে জিতল আর্সেনাল। জোড়া গোল করলেন জেসুস।