Bangla News Photo gallery Second batch of Team India leaves for Harare to play the three match ODI series against Zimbabwe
IND vs ZIM: এ বার জিম্বাবোয়ে পাড়ি দিলেন রাহুল-ঈশানরা
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Aug 14, 2022 | 2:14 PM
আর ৩ দিন পর জিম্বাবোয়ের (Zimbabwe) বিরুদ্ধে ভারতের (India) ওয়ান ডে সিরিজ শুরু হবে। শনিবার ভোরে শিখর ধাওয়ানদের সঙ্গে কোচ ভিভিএস লক্ষ্মণ রওনা দিয়েছিলেন জিম্বাবোয়েতে। এ বার দ্বিতীয় ব্যাচে হারারে উড়ে গেলেন অধিনায়ক লোকেশ রাহুল-ঈশান কিষাণরা।
1 / 6
আর ৩ দিন পর জিম্বাবোয়ের (Zimbabwe) বিরুদ্ধে ভারতের (India) ওয়ান ডে সিরিজ শুরু হবে। শনিবার ভোরে শিখর ধাওয়ানদের সঙ্গে কোচ ভিভিএস লক্ষ্মণ রওনা দিয়েছিলেন জিম্বাবোয়েতে। এ বার দ্বিতীয় ব্যাচে হারারে উড়ে গেলেন অধিনায়ক লোকেশ রাহুল-ঈশান কিষাণরা। (ছবি-ঈশান কিষাণ ইন্সটাগ্রাম)
2 / 6
জিম্বাবোয়ের বিরুদ্ধে যে তিনটি ওয়ান ডে ম্যাচ খেলবে সেই স্কোয়াডে রয়েছেন ভারতের তরুণ তুর্কি আবেশ খান। দলের সকলের সঙ্গে দেখা করার আগে, দেবী অহল্যাবাই হোলকার এয়ারপোর্ট থেকে ইন্সটা স্টোরিতে ছবি শেয়ার করেছেন আবেশ। (ছবি-আবেশ খান ইন্সটাগ্রাম)
3 / 6
জিম্বাবোয়ে পাড়ি দিল ভারতীয় ক্রিকেটারদের দ্বিতীয় ব্যাচ। ইন্সটাগ্রামে কুলদীপ যাদব, অক্ষর প্য়াটেল ও আবেশ খানের সঙ্গে ছবি শেয়ার করে 'ট্রাভেল স্কোয়াড'... এই ক্যাপশন লিখেছেন ঈশান কিষাণ। (ছবি-ঈশান কিষাণ ইন্সটাগ্রাম)
4 / 6
এয়ারপোর্টের ওয়েটিং লাউঞ্জে কালো চশমা পরে সবে দু'চোখের পাতা এক করেছিলেন আবেশ খান। কিন্তু ঘুমটা হল কই! 'ওয়েকি ওয়েকি খান চাচা' বলে মাথা ঝাঁকিয়ে তুলে দেন ঈশান কিষাণ। মজা করে ইন্সটাগ্রাম স্টোরিতে সেই ছবি পোস্ট করেছেন ঈশান। (ছবি-ঈশান কিষাণ ইন্সটাগ্রাম)
5 / 6
জিম্বাবোয়ে সফরে ভারতের অধিনায়ক লোকেশ রাহুল। তাঁর সঙ্গে ছবি শেয়ার করে ভারতের চায়নাম্যান বোলার কুলদীপ যাদব লিখেছেন, "অধিনায়ক লোকেশ রাহুলের সঙ্গে। জিম্বাবোয়ে ডাকছে।" (ছবি-কুলদীপ যাদব ইন্সটাগ্রাম)
6 / 6
শনিবার রাতে হারারে পৌঁছে গিয়েছেন শুভমন গিলরা। জিম্বাবোয়ে ক্রিকেটের টুইটারে টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের পৌঁছনোর একটি ৫ সেকেন্ডের ক্লিপ পোস্ট করা হয়েছে। (ছবি-জিম্বাবোয়ে ক্রিকেট টুইটার)