Premier League: লুকাকুর জোড়া গোল, ব্লুজদের সহজ জয়
ইংলিশ প্রিমিয়ার লিগের (English Premier League) ম্যাচে বেলজিয়ান তারকা ফুটবলার রোমেলু লুকাকুর জোড়া গোলে অ্যাস্টন ভিলাকে (Aston Villa) ৩-০ ব্যবধানে হারিয়ে সহজ পেল থমাস তুচেলের চেলসি (Chelsea)। ম্যাচের তৃতীয় গোলটি করেছেন মাতেও কোভাসিচ। ম্যাচের শেষে লুকাকু জানান, ১১ বছর বয়স থেকে স্ট্যামফোর্ড ব্রিজে গোল করার স্বপ্ন দেখেছেন তিনি। এই ম্যাচে জয়ের পর লিগ তালিকার দু'নম্বরে পৌঁছে গেছে ব্লুজরা।