Premier League: ব্রেন্টফোর্ডকে হারিয়ে ফের লিগ শীর্ষে চেলসি

প্রিমিয়ার লিগের (Premier League) ম্যাচের ব্রেন্টফোর্ড কমিউনিটি স্টেডিয়ামে শনিবার ১-০ গোলে ব্রেন্টফোর্ডকে (Brentford) হারিয়ে লিগ টেবলের শীর্ষে পৌঁছে গিয়েছে থমাস তুচেলের চেলসি (Chelsea)। প্রথম বার প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পেয়ে ভালো পারফরম্যান্সের মাধ্যমে সকলেই মনে ছাপ রাখছে ব্রেন্টফোর্ড। তবে শনিবার ওয়েস্ট লন্ডন ডার্বিতে ব্লুজদের কাছে জিততে পারল না ব্রেন্টফোর্ড।

| Edited By: | Updated on: Oct 17, 2021 | 1:07 PM
৭৪ বছর পর ওয়েস্ট লন্ডন ডার্বিতে সমর্থকদের এক ভালো ম্যাচ উপহার দিয়েছে ব্রেন্টফোর্ড-চেলসি। (ছবি-চেলসি টুইটার)

৭৪ বছর পর ওয়েস্ট লন্ডন ডার্বিতে সমর্থকদের এক ভালো ম্যাচ উপহার দিয়েছে ব্রেন্টফোর্ড-চেলসি। (ছবি-চেলসি টুইটার)

1 / 4
প্রথমার্ধে বেশি দাপট দেখা গিয়েছিল তুচেলের ছেলেদের। যার ফলে ৪৫ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন চেলসির বেন চিলওয়েল। (ছবি-চেলসি টুইটার)

প্রথমার্ধে বেশি দাপট দেখা গিয়েছিল তুচেলের ছেলেদের। যার ফলে ৪৫ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন চেলসির বেন চিলওয়েল। (ছবি-চেলসি টুইটার)

2 / 4
চেলসির ফরাসি গোলকিপার এডুয়ার্ড মেন্ডি বেশ কয়েকটি দুর্দান্ত সেভ করেন। যার ফলে ব্রেন্টফোর্ড গোলের মুখ খুলতে পারেনি। (ছবি-প্রিমিয়ার লিগ টুইটার)

চেলসির ফরাসি গোলকিপার এডুয়ার্ড মেন্ডি বেশ কয়েকটি দুর্দান্ত সেভ করেন। যার ফলে ব্রেন্টফোর্ড গোলের মুখ খুলতে পারেনি। (ছবি-প্রিমিয়ার লিগ টুইটার)

3 / 4
এই ম্যাচে জয়ের ফলে প্রিমিয়ার লিগের শীর্ষে উঠে এল চেলসি। ৮ ম্যাচে চেলসির পয়েন্ট এখন ১৯। (ছবি-প্রিমিয়ার লিগ টুইটার)

এই ম্যাচে জয়ের ফলে প্রিমিয়ার লিগের শীর্ষে উঠে এল চেলসি। ৮ ম্যাচে চেলসির পয়েন্ট এখন ১৯। (ছবি-প্রিমিয়ার লিগ টুইটার)

4 / 4
Follow Us: