Marcos Alonso: সঙ্গী ইতালি সুন্দরী, ব্যয়বহুল ইবিজায় ছুটির মোডে চেলসি তারকা

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Jun 18, 2022 | 3:12 PM

স্পেনের ইবিজা দ্বীপ। বিশ্বের অন্যতম ব্যয়বহুল ভ্রমণস্থান। এবারের গ্রীষ্মের ছুটিটা সেখানেই কাটাচ্ছেন চেলসি তারকা মার্কোস আলোনসো। অবশ্যই একা নয়। সঙ্গী একঝাঁক গ্ল্যামারাস রমণী। তাঁদের পরিচয়ও চমকে দেওয়ার মতো।

1 / 6
ক্রীড়া হোক বা বিনোদন, বিশ্বের জনপ্রিয় তারকারা সময় পেলেই পৌঁছে যান স্পেনের ইবিজা দ্বীপে। নীল সমুদ্র, সাদা বিলাসবহুল ইয়টে মিলেমিশে সে যেন স্বপ্নের দুনিয়া। সেখানেই এবার দেখা গেল চেলসি তারকা মার্কোস আলোনসোকে।

ক্রীড়া হোক বা বিনোদন, বিশ্বের জনপ্রিয় তারকারা সময় পেলেই পৌঁছে যান স্পেনের ইবিজা দ্বীপে। নীল সমুদ্র, সাদা বিলাসবহুল ইয়টে মিলেমিশে সে যেন স্বপ্নের দুনিয়া। সেখানেই এবার দেখা গেল চেলসি তারকা মার্কোস আলোনসোকে।

2 / 6
কিন্তু একা তো আর বেড়ানো যায় না। তাই ইবিজায় এই তারকা ফুটবলারের সঙ্গী হয়েছেন বেশ কয়েকজন মহিলা। তবে নজর কেড়েছেন ২০১৯ সালের মিস ইতালি ক্যারোলিনা স্ট্রামেয়ার।

কিন্তু একা তো আর বেড়ানো যায় না। তাই ইবিজায় এই তারকা ফুটবলারের সঙ্গী হয়েছেন বেশ কয়েকজন মহিলা। তবে নজর কেড়েছেন ২০১৯ সালের মিস ইতালি ক্যারোলিনা স্ট্রামেয়ার।

3 / 6
২৩ বছরের ক্যারোলিনাকে হলিউড স্টার মেগান ফক্সের সঙ্গে তুলনা করা হয়। তিনি 'ইতালির মেগান ফক্স' নামেও জনপ্রিয়। লাল বিকিনিতে ইবিজার নীল সমুদ্রে ঝড় তুলেছেন।

২৩ বছরের ক্যারোলিনাকে হলিউড স্টার মেগান ফক্সের সঙ্গে তুলনা করা হয়। তিনি 'ইতালির মেগান ফক্স' নামেও জনপ্রিয়। লাল বিকিনিতে ইবিজার নীল সমুদ্রে ঝড় তুলেছেন।

4 / 6
অন্যদিকে ফুটবল মহলের গুঞ্জন, স্ট্যামফোর্ড ব্রিজকে বিদায় জানিয়ে শীঘ্রই বার্সেলোনায় যোগ দেবেন আলোনসো।

অন্যদিকে ফুটবল মহলের গুঞ্জন, স্ট্যামফোর্ড ব্রিজকে বিদায় জানিয়ে শীঘ্রই বার্সেলোনায় যোগ দেবেন আলোনসো।

5 / 6
সেই গুঞ্জনের মাঝেই স্পেনে গেলেন ছুটি কাটাতে। নিয়ন্ত্রিত এলাকা হলেও পাপারাৎজিদের ক্যামেরা থেকে লুকোতে পারেননি আলোনসো-ক্যারোলিনা।

সেই গুঞ্জনের মাঝেই স্পেনে গেলেন ছুটি কাটাতে। নিয়ন্ত্রিত এলাকা হলেও পাপারাৎজিদের ক্যামেরা থেকে লুকোতে পারেননি আলোনসো-ক্যারোলিনা।

6 / 6
বন্ধুবান্ধবদের নিয়ে কাটানো ব্যক্তিগত মুহূর্তের ছবি সংবাদমাধ্যমের দৌলতে ব্যপক ভাইরাল।

বন্ধুবান্ধবদের নিয়ে কাটানো ব্যক্তিগত মুহূর্তের ছবি সংবাদমাধ্যমের দৌলতে ব্যপক ভাইরাল।

Next Photo Gallery