Marcos Alonso: সঙ্গী ইতালি সুন্দরী, ব্যয়বহুল ইবিজায় ছুটির মোডে চেলসি তারকা
স্পেনের ইবিজা দ্বীপ। বিশ্বের অন্যতম ব্যয়বহুল ভ্রমণস্থান। এবারের গ্রীষ্মের ছুটিটা সেখানেই কাটাচ্ছেন চেলসি তারকা মার্কোস আলোনসো। অবশ্যই একা নয়। সঙ্গী একঝাঁক গ্ল্যামারাস রমণী। তাঁদের পরিচয়ও চমকে দেওয়ার মতো।