Controversy: বিদেশের হোটেলে একটা রাত কার ঘরে কাটান নওয়াজ, ফাঁস হতেই চরম গোপনীয়তা অভিনেতার

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Jun 18, 2022 | 12:15 PM

Nawazuddin siddiqui: সেলেব মানেই সর্বদা লাইম লাইটের আওতায় থাকা। তাঁদের প্রতিটা পদক্ষেপের খবর মুহূর্তে ভাইরাল হয়ে ওঠে সোশ্যাল মিডিয়ায়।

1 / 5
অভিনয়ের দিক থেকে নওয়াজ উদ্দিন সিদ্দিকি কোনও দিন তাঁর ভক্তদের নিরাশ করেননি। তাঁর অনবদ্য উপস্থাপনায় পরতে-পরতে জড়িয়ে থাকা কেবল প্রশংসাই খবরের শিরোনামে উঠে আসতে দেখা যায়। তা বলে বিতর্কের হাত থেকে রেহাই নেই।

অভিনয়ের দিক থেকে নওয়াজ উদ্দিন সিদ্দিকি কোনও দিন তাঁর ভক্তদের নিরাশ করেননি। তাঁর অনবদ্য উপস্থাপনায় পরতে-পরতে জড়িয়ে থাকা কেবল প্রশংসাই খবরের শিরোনামে উঠে আসতে দেখা যায়। তা বলে বিতর্কের হাত থেকে রেহাই নেই।

2 / 5
কারণ একটাই, সেলেব মানেই সর্বদা লাইম লাইটের আওতায় থাকা। তাঁদের প্রতিটা পদক্ষেপের খবর মুহূর্তে ভাইরাল হয়ে ওঠে সোশ্যাল মিডিয়ায়। নওয়াজও সেই তালিকা থেকে বাদ পড়েন না। আর ঠিক সেই কারণেই বিদেশের মাটিতেও ধাওয়া করে বিতর্ক।

কারণ একটাই, সেলেব মানেই সর্বদা লাইম লাইটের আওতায় থাকা। তাঁদের প্রতিটা পদক্ষেপের খবর মুহূর্তে ভাইরাল হয়ে ওঠে সোশ্যাল মিডিয়ায়। নওয়াজও সেই তালিকা থেকে বাদ পড়েন না। আর ঠিক সেই কারণেই বিদেশের মাটিতেও ধাওয়া করে বিতর্ক।

3 / 5
নওয়াজ উদ্দিন সিদ্দিকির নামের সঙ্গে পরকীয়া শব্দটি জুড়ে গিয়েছিল বিবাহ বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়ার পরই। তারপরই সামনে উঠে আসে নিউইয়র্কের হোটেলে ঘটে যাওয়া অদ্ভুত ঘটনা। কার সঙ্গে  রাত কাটিয়ে ছিলেন নওয়াজ!

নওয়াজ উদ্দিন সিদ্দিকির নামের সঙ্গে পরকীয়া শব্দটি জুড়ে গিয়েছিল বিবাহ বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়ার পরই। তারপরই সামনে উঠে আসে নিউইয়র্কের হোটেলে ঘটে যাওয়া অদ্ভুত ঘটনা। কার সঙ্গে রাত কাটিয়ে ছিলেন নওয়াজ!

4 / 5
নিজেই নিজের বায়োগ্রাফিতে উল্লেখ করেন নওয়াজ এই ঘটনার কথা। নিউইয়র্কের একরাত্রী যাপন সৃষ্টি করেছিল একগুচ্ছ বিতর্ক। ঠিক কী ঘটেছিল সেখানে! তখন সবে মাত্র সাফল্যের মুখ দেখেছিলেন নওয়াজ। বিদেশে তাঁর ভক্ত দেখে তিনি অবাক।

নিজেই নিজের বায়োগ্রাফিতে উল্লেখ করেন নওয়াজ এই ঘটনার কথা। নিউইয়র্কের একরাত্রী যাপন সৃষ্টি করেছিল একগুচ্ছ বিতর্ক। ঠিক কী ঘটেছিল সেখানে! তখন সবে মাত্র সাফল্যের মুখ দেখেছিলেন নওয়াজ। বিদেশে তাঁর ভক্ত দেখে তিনি অবাক।

5 / 5
এক বন্ধুর ক্যাফেতে রাত কাটিয়েছিলেন তিনি, সঙ্গে ছিলেন  তাঁর এক মহিলা ভক্ত, তাঁর সঙ্গে ছবির আলোচনা করে অবাক হয়েছিলেন অভিনেতা... লাঞ্চবক্স দেখে প্রশংসা করেছিলেন মহিলা। এর বাইরে আর কিছুই জানাননি নওয়াজ। বলেছিলেন নিউয়র্কে যা ঘটে, তা নিউয়র্কেই থাকে।

এক বন্ধুর ক্যাফেতে রাত কাটিয়েছিলেন তিনি, সঙ্গে ছিলেন তাঁর এক মহিলা ভক্ত, তাঁর সঙ্গে ছবির আলোচনা করে অবাক হয়েছিলেন অভিনেতা... লাঞ্চবক্স দেখে প্রশংসা করেছিলেন মহিলা। এর বাইরে আর কিছুই জানাননি নওয়াজ। বলেছিলেন নিউয়র্কে যা ঘটে, তা নিউয়র্কেই থাকে।

Next Photo Gallery