India vs England: ম্যাঞ্চেস্টার টেস্ট জেতার জন্য মহড়া শুরু বিরাটদের
১ জুলাই থেকে শুরু হবে ভারত বনাম ইংল্যান্ডের (India vs England) পঞ্চম টেস্ট ম্যাচ। গত বছর ইংল্যান্ড সফরে গিয়েছিল ভারতীয় দল। কিন্তু টেস্ট সিরিজের শেষ ম্যাচ না খেলেই দেশে ফিরে এসেছিল বিরাট কোহলিরা (Virat Kohli)। করোনার বাড় বাড়ন্তের ফলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এ বার ইংল্যান্ডে পৌঁছে যাওয়ার পর অনুশীলন শুরু করে দিল ভারতীয় দল। এবং দলের সঙ্গে যোগ দিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মাও। বিসিসিআইয়ের তরফে কোহলিদের অনুশীলনের ছবি পোস্ট করা হয়েছে।