ব্যাটারদের 'বধ্যভূমি'-তে একাকুম্ভ চেতেশ্বর পূজারা। ইন্দোর টেস্টের দ্বিতীয় ইনিংসে রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলিদের ব্যর্থতার দিনে ৫৯ রানের ইনিংস খেলেন পূজারা। ভারতের ব্যাটিংয়ের ভরাডুবির দিন সামান্য হলেও লড়াই করার মতো পুঁজি তুলে দিয়েছেন রোহিত শর্মার হাতে।
Mar 03, 2023 | 12:25 AM
পূজারার ৫৯ রানের ইনিংসে ৫টি চার ও ছয়টি ছক্কা রয়েছে। নাথান লিয়ঁর বলে ছক্কা হাঁকিয়ে অস্ট্রেলিয়াকে অবাক করে দেন পূজারা। ক্যামেরায় দেখা যায় হেসে গড়িয়ে পড়ছেন রোহিত! (ছবি:টুইটার)
1 / 9
অথচ কিছুক্ষণ আগেই ড্রেসিংরুমে রাগী ভঙ্গিতে দেখা গিয়েছিল ক্যাপ্টেন রোহিতকে। অক্ষর প্যাটেলের মন্থর ব্যাটিং দেখে রেগে গিয়েছিলেন ক্যাপ্টেন। (ছবি:টুইটার)
2 / 9
ড্রিঙ্কস বিরতির সময় ক্রিজে থাকা দুই ব্যাটারের জন্য ক্যাপ্টেনের বার্তা নিয়ে যান ঈশান কিষাণ। অক্ষর প্যাটেলকে ব্যাটিংয়ে গতি আনার মেসেজ দিয়ে পাঠিয়েছিলেন রোহিত। (ছবি:টুইটার)
3 / 9
সতীর্থর উদ্দেশে ক্যাপ্টেনের বার্তা শুনেই গা ঝাড়া দিয়ে ওঠেন পূজারা। গিয়ার বদলে তৃতীয় ইনিংসের ৫৫তম ওভারে নাথান লিয়ঁর বলে ডিপ মিড উইকেটের উপর দিয়ে ছক্কা হাঁকান পূজারা। এই ছক্কা দুই শিবিরকেই অবাক করে দেয়। কারণ রোজ রোজ পূজারার ব্যাটে ছক্কা দেখার সুযোগ মেলে না। (ছবি: টুইটার)
4 / 9
তাঁর পাঠানো বার্তায় এত দ্রুত কাজ হবে তা ভাবেননি রোহিত। পূজারার ছয় হাঁকানো দেখে হেসে গড়িয়ে পড়েন তিনি। (ছবি:টুইটার)
ভারতীয় দলের 'মিস্টার ডিপেন্ডেবল' বলে ডাকা হয় পূজারাকে। দলকে ভরসা দেওয়ার চেষ্টা করলেন ঠিকই। কিন্তু উল্টোদিক থেকে তেমন সাহায্য না পাওয়ায় পূজারার ইনিংস ভারতের খুব একটা কাজে লাগবে বলে মনে হয় না। (ছবি:টুইটার)