এছাড়া জল, দুধ, পাত্র, গ্লাস, প্লেট, গুড়, চিনি, মিষ্টি, মধু, কালো ছোলা, সুজি, ময়দা, ধূপকাঠি, সিঁদুর, কর্পূর, হলুদ সিঁদুর, চন্দন, অক্ষত, ডাব বা বড় লেবু, কলা, নাশপাতি, আতা, মুলো, মিষ্টি আলু, মাটির বাতি, চতুর্মুখী প্রদীপ, সরষের তেল, হলুদ, আদা গাছ, ৫ বা ৭টি সোজা ও লম্বা আখ, পান প্রভূতি ছাড়া ছট মাইয়ার পুজো অসম্পূর্ণ থাকে।