Border Gavaskar Trophy: সানির ‘ওয়াকআউট’ থেকে ইশান্তের ভেংচি; ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্টের যত বিতর্ক

৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বর্ডার-গাভাসকর ট্রফি। ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে এই হাইভোল্টেজ সিরিজ জুড়ে রয়েছে বেশ কিছু বিতর্ক। কুখ্যাত মাঙ্কিগেট স্ক্যান্ডাল হোক বা স্টিভ স্মিথের ব্রেন ফেড। বর্ডার-গাভাসকর সিরিজে অন ফিল্ড বিতর্ক অনেকসময় ক্রিকেটের সৌন্দর্যকেও ছাপিয়ে গিয়েছে।

| Edited By: | Updated on: Feb 02, 2023 | 9:58 AM
গাভাসকরের ওয়াকআউট: ১৯৮১ সালের মেলবোর্ন টেস্ট। সুনীল গাভাসকরকে এলবিডব্লিউ দিয়েছেন আম্পায়ার। সিদ্ধান্ত মানতে পারছিলেন না তিনি। যা দেখে ডেনিস লিলি দৌড়ে এসে দেখিয়ে দেন, বলটা গাভাসকরের প্যাডে ঠিক কোথায় লেগেছে। অত্যন্ত ক্ষুব্ধ সানি মাঠ ছেড়ে বেরিয়ে আসার সময় ডেকে দেন অপর ওপেনার চেতন চৌহানকেও। পরে জানা যায়, অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা স্লেজিং করায় বেরিয়ে এসেছিলেন চেতনকে সঙ্গে নিয়ে মাঠ থেকে বেরিয়ে এসেছিলেন সানি। (ছবি:টুইটার)

গাভাসকরের ওয়াকআউট: ১৯৮১ সালের মেলবোর্ন টেস্ট। সুনীল গাভাসকরকে এলবিডব্লিউ দিয়েছেন আম্পায়ার। সিদ্ধান্ত মানতে পারছিলেন না তিনি। যা দেখে ডেনিস লিলি দৌড়ে এসে দেখিয়ে দেন, বলটা গাভাসকরের প্যাডে ঠিক কোথায় লেগেছে। অত্যন্ত ক্ষুব্ধ সানি মাঠ ছেড়ে বেরিয়ে আসার সময় ডেকে দেন অপর ওপেনার চেতন চৌহানকেও। পরে জানা যায়, অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা স্লেজিং করায় বেরিয়ে এসেছিলেন চেতনকে সঙ্গে নিয়ে মাঠ থেকে বেরিয়ে এসেছিলেন সানি। (ছবি:টুইটার)

1 / 8
ম্যাকগ্রা বনাম সচিন তেন্ডুলকর: ক্রিকেট মাঠে তাঁদের দ্বৈরথ একটা সময় ছিল হট কেক। ১৯৯৯-২০০০ সালের সিরিজের প্রথম টেস্ট ছিল অ্যাডিলেডে। গ্লেন ম্যাকগ্রার বাউন্সার সচিন তেন্ডুলকরের কাঁধে গিয়ে লাগে। ম্যাচে শূন্য রানে আউট হন সচিন। (ছবি:টুইটার)

ম্যাকগ্রা বনাম সচিন তেন্ডুলকর: ক্রিকেট মাঠে তাঁদের দ্বৈরথ একটা সময় ছিল হট কেক। ১৯৯৯-২০০০ সালের সিরিজের প্রথম টেস্ট ছিল অ্যাডিলেডে। গ্লেন ম্যাকগ্রার বাউন্সার সচিন তেন্ডুলকরের কাঁধে গিয়ে লাগে। ম্যাচে শূন্য রানে আউট হন সচিন। (ছবি:টুইটার)

2 / 8
মাঙ্কিগেট স্ক্যান্ডাল: ২০০৮ সালে সিডনি টেস্টে অ্যান্ড্র সাইমন্ডস এবং হরভজন সিংয়ের মধ্যকার ঝামেলায় দু ভাগ হয়ে গিয়েছিল ক্রিকেট বিশ্ব। সাইমন্ডসকে নাকি 'বাঁদর' বলে কটাক্ষ করেছিলেন হরভজন। ক্রিকেট ইতিহাসের কলঙ্কতম অধ্যায় বলে ধরা হয় ওই ঘটনাকে। (ছবি:টুইটার)

মাঙ্কিগেট স্ক্যান্ডাল: ২০০৮ সালে সিডনি টেস্টে অ্যান্ড্র সাইমন্ডস এবং হরভজন সিংয়ের মধ্যকার ঝামেলায় দু ভাগ হয়ে গিয়েছিল ক্রিকেট বিশ্ব। সাইমন্ডসকে নাকি 'বাঁদর' বলে কটাক্ষ করেছিলেন হরভজন। ক্রিকেট ইতিহাসের কলঙ্কতম অধ্যায় বলে ধরা হয় ওই ঘটনাকে। (ছবি:টুইটার)

3 / 8
স্টিভ স্মিথ: ২০১৭ সালের বেঙ্গালুরু টেস্ট। আইনবিরুদ্ধভাবে ডিআরএস চাওয়া নিয়ে ড্রেসিংরুমের দিকে তাকিয়ে ছিলেন স্টিভ স্মিথ। তৎকালীন অধিনায়ক বিরাট কোহলি অনফিল্ড আম্পায়ারের কাছে অভিযোগ করেন। সাফাই দিয়ে স্মিথ বলেন, তাঁর মস্তিষ্ক ভ্রম হয়েছিল। (ছবি:টুইটার)

স্টিভ স্মিথ: ২০১৭ সালের বেঙ্গালুরু টেস্ট। আইনবিরুদ্ধভাবে ডিআরএস চাওয়া নিয়ে ড্রেসিংরুমের দিকে তাকিয়ে ছিলেন স্টিভ স্মিথ। তৎকালীন অধিনায়ক বিরাট কোহলি অনফিল্ড আম্পায়ারের কাছে অভিযোগ করেন। সাফাই দিয়ে স্মিথ বলেন, তাঁর মস্তিষ্ক ভ্রম হয়েছিল। (ছবি:টুইটার)

4 / 8
ওই ঘটনার পর মাঠের মধ্যেই কথা কাটাকাটিতে জড়ান কোহলি ও স্মিথ। বিভিন্ন সাক্ষাৎকারে সেই বিবাদ নিয়ে বিতর্কিত মন্তব্য করতে শোনা গিয়েছে স্মিথকে।(ছবি:টুইটার)

ওই ঘটনার পর মাঠের মধ্যেই কথা কাটাকাটিতে জড়ান কোহলি ও স্মিথ। বিভিন্ন সাক্ষাৎকারে সেই বিবাদ নিয়ে বিতর্কিত মন্তব্য করতে শোনা গিয়েছে স্মিথকে।(ছবি:টুইটার)

5 / 8
সিডনির কুখ্যাত ক্রিকেট দর্শকদের কথা আলাদা করে বলার কিছু নেই। ২০২১ সিডনি টেস্টে মহম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরার উদ্দেশে বর্ণবিদ্বেষমূলক কটাক্ষ ছুঁড়ে দেয় সিডনির গ্যালারি।(ছবি:টুইটার)

সিডনির কুখ্যাত ক্রিকেট দর্শকদের কথা আলাদা করে বলার কিছু নেই। ২০২১ সিডনি টেস্টে মহম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরার উদ্দেশে বর্ণবিদ্বেষমূলক কটাক্ষ ছুঁড়ে দেয় সিডনির গ্যালারি।(ছবি:টুইটার)

6 / 8
ঘটনার জল অনেকদূর গড়িয়েছিল। ঘটনায় ভীষণ বিরক্ত হয়েছিলেন অধিনায়ক বিরাট কোহলি। ভারতের ক্রিকেটাররা আম্পায়ারের কাছে এই নিয়ে অভিযোগও জানান। বিসিসিআই, ক্রিকেট অস্ট্রেলিয়াকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার অনুরোধ জানিয়েছিল।  (ছবি:টুইটার)

ঘটনার জল অনেকদূর গড়িয়েছিল। ঘটনায় ভীষণ বিরক্ত হয়েছিলেন অধিনায়ক বিরাট কোহলি। ভারতের ক্রিকেটাররা আম্পায়ারের কাছে এই নিয়ে অভিযোগও জানান। বিসিসিআই, ক্রিকেট অস্ট্রেলিয়াকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার অনুরোধ জানিয়েছিল। (ছবি:টুইটার)

7 / 8
এটি অবশ্য মজার ঘটনা। বেঙ্গালুরু টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ব্যাট করছিলেন স্টিভ স্মিথ ও ম্যাট রেনশ। ইশান্তের বলে স্মিথ বিট হতেই নানা মুখভঙ্গি করে অজি ব্যাটারকে ভ্যাঙচাতে শুরু করেন ইশান্ত। প্রথমে হেসে ফেললেও পরে স্মিথও পাল্টা মুখভঙ্গি করেন। ঘটনায় ব্যপক মজা পেয়েছিলেন অধিনায়ক বিরাট কোহলি।(ছবি:টুইটার)

এটি অবশ্য মজার ঘটনা। বেঙ্গালুরু টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ব্যাট করছিলেন স্টিভ স্মিথ ও ম্যাট রেনশ। ইশান্তের বলে স্মিথ বিট হতেই নানা মুখভঙ্গি করে অজি ব্যাটারকে ভ্যাঙচাতে শুরু করেন ইশান্ত। প্রথমে হেসে ফেললেও পরে স্মিথও পাল্টা মুখভঙ্গি করেন। ঘটনায় ব্যপক মজা পেয়েছিলেন অধিনায়ক বিরাট কোহলি।(ছবি:টুইটার)

8 / 8
Follow Us:
শিশুদিবসে কাতর আর্জি কাঞ্চনের! অভিনেতা বললেন,"আমার ছেলে-মেয়েকে..."
শিশুদিবসে কাতর আর্জি কাঞ্চনের! অভিনেতা বললেন,
ড্রাইভারের ভাগ ১২ শতাংশ, কনডাক্টরের ৬! সেই প্রথাই ডেকে আনছে সর্বনাশ
ড্রাইভারের ভাগ ১২ শতাংশ, কনডাক্টরের ৬! সেই প্রথাই ডেকে আনছে সর্বনাশ
গুলি-বোমা-খুনোখুনি, ৫ বছরেও বদলাল না ভাটপাড়ার ছবি
গুলি-বোমা-খুনোখুনি, ৫ বছরেও বদলাল না ভাটপাড়ার ছবি
Shah Rukh Khan: ৩১ বছর পর তৈরি হচ্ছে 'বাজিগর ২', নায়ক কি শাহরুখ?
Shah Rukh Khan: ৩১ বছর পর তৈরি হচ্ছে 'বাজিগর ২', নায়ক কি শাহরুখ?
বাতাসে বারুদের গন্ধ, ৫ বছরেও বদলায়নি ভাটপাড়া!
বাতাসে বারুদের গন্ধ, ৫ বছরেও বদলায়নি ভাটপাড়া!
শুভেন্দু অধিকারীকে 'স্বপ্নের অভিধান' কেনার পরামর্শ কেন দিলেন কুণাল?
শুভেন্দু অধিকারীকে 'স্বপ্নের অভিধান' কেনার পরামর্শ কেন দিলেন কুণাল?
সামান্য পুরসভাকর্মীর অ্য়াকাউন্টে কাঁড়ি কাঁড়ি টাকা, ইডি তল্লাশি চালাত
সামান্য পুরসভাকর্মীর অ্য়াকাউন্টে কাঁড়ি কাঁড়ি টাকা, ইডি তল্লাশি চালাত
'লেজকাটা বাঁদর', দলের কর্মীদের উদ্দেশে বিস্ফোরক অশোকনগরের তৃণমূল বিধায়
'লেজকাটা বাঁদর', দলের কর্মীদের উদ্দেশে বিস্ফোরক অশোকনগরের তৃণমূল বিধায়
মাদারিহাটে গড় ধরে রাখতে পারবে বিজেপি? কী হবে সিতাইয়ে?
মাদারিহাটে গড় ধরে রাখতে পারবে বিজেপি? কী হবে সিতাইয়ে?
Manoj Mitra: প্রয়াত কিংবদন্তি মনোজ মিত্র, শোকাচ্ছন্ন সংস্কৃতি জগত্‍
Manoj Mitra: প্রয়াত কিংবদন্তি মনোজ মিত্র, শোকাচ্ছন্ন সংস্কৃতি জগত্‍